রায়গঞ্জ পৌরসভায় বোমাতঙ্ক ছড়ালো। মঙ্গলবার সকালে রায়গঞ্জ পৌরসভার ড্রেন পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীদের কোদালের কয়েকটি বোমা উঠে আসে।
দুদিন ধরে টানা বৃষ্টির পর এদিন ড্রেন পরিষ্কারের কাজে হাত দেয় রায়গঞ্জ পৌরসভা।
অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা মজুতে রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। টিটাগড়ে গত রবিবার হয়েছে বিস্ফোরণ। রায়গঞ্জে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।
বগটুই থেকে টিটাগড়, ব্যারাকপুর থেকে রায়গঞ্জ রাজ্য জুড়েই আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে তৃণমূলের যোগসাজশের কারণেই।
রায়গঞ্জের যেখানে বোমা পাওয়া গিয়েছে সেই ২১ নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ স্টেডিয়াম। পাশের ক্যানেল থেকে উদ্ধার হয় বোমা। ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদার বোমা উদ্ধারের ঘটনা স্বীকার করে নিয়েছেন। তিনিই বলেন যে সাফাই কর্মীরা ক্যানেল পরিষ্কার করতে গেলে আবর্জনার সঙ্গে কয়েকটি বোমা উঠে আসে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে বোমাগুলি উদ্ধার করেছে ঠিকই, তবে কোথা থেকে বোমা গলি ক্যানেলে এলো তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেলো।
সিপিআই(আই)’র স্থানীয় নেতা উত্তম পালের বক্তব্য, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হয়েছে যে জেলাজুড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, বোমা সংরক্ষণের কারবার চলছে। শাসক নেতাদের তাঁবেদারি না করে পুলিশ প্রশাসনকে যত্নবান হতে হবে।
Raiganj Bomb
নালা সাফাইয়ে বোমা মিলল রায়গঞ্জে, ছড়ালো চাঞ্চল্য

×
Comments :0