তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়েছে দুই দেশের শিশুদের ওপর। ভূমিকম্পে যেমন বহু শিশু প্রান হারিয়েছে তেমনি ওনেক শিশুই প্রাণে বেঁচে থাকলেও হারিয়েছে তাদের গোটা পরিবার, পরিজনকে। মা-বাবা, ভাই-বোনকে হারিয়ে বহু শিশু, কিশোর-কিশোরীরা আজ অনাথ। বহু শিশু এখনও গভীর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভূমিকম্পে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত সমস্ত শিশুদের উদ্দেশ্যে ফুটবল মাঠে পুতুল ছুড়ে সহমর্মিতা প্রদর্শন করলেন ইস্তানবুলের ফুটবল ক্লাব বেসিক্তাসের অনুগামীরা।
রবিবার তুরস্ক সুপার লিগে বেসিক্তাস ও আন্তালিয়াসপোরের মধ্যে ছিল একটি ম্যাচ। ভোডাফোন পার্কের মাঠে ম্যাচ চলা কালীন ৪ মিনিট ১৭ সেকেন্ড দেওয়া হয় দর্শকদের। সেই সময় মাঠে উপস্থিত বেসিক্তাসের দর্শকরা ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের উদ্দেশ্যে পুতুল, টেডি বিয়ার সহ নানা ধরনের কাপরের পুতুল, স্কার্ফ ছুড়ে দেন মাঠের মধ্যে। ৪মিনিট ১৭ সেকেন্ড কারণ ৬ ফেব্রুয়ারি’তে ঠিক ভোর ৪টে ১৭ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া ও তুরস্ক। সেই পুতুল সরিয়ে মাঠের পাশে রাখতে দেখা যায় মাঠে উপস্থিত স্বেচ্ছাসেবক সহ খেলোয়াররাও সেই পুতুল সরিয়ে মাঠের পাশে রাখেন। জীবনের স্বাভাবিক ছন্দে ফের শিশুদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বেসিক্তাসের এক ভক্ত। প্রসঙ্গত তুরস্ক-সিরিয়া ভূমিক্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০,০০০ মানুষ।
Comments :0