Land scam bolpore

জমি দুর্নীতির প্রতিবাদে বোলপুরে ব্লক অফিসে বিক্ষোভ, পুলিশের সাথে ধ্বস্তাধস্তি

জেলা

বোলপুর শান্তিনিকেতন জুড়ে জমি দুর্নীতি তুঙ্গে পৌছেছে। গোরু পাচার মামলায় সিবিআই তদন্তেও উঠে এসেছে একের পর জমি হাতানোর কাহিনী। কোথাও আদিবাসী কমি হস্তান্তর হয়ে গিয়েছে সাধারণের নামেকোথাও আবার বেমালুম চরিত্র বদল হয়েছে বর্গা জমির। নদীপাড়ের জমিতেও থাবা বসিয়েছেন জমি হাঙরেরা। জমি মাফিয়াদের দৌরাত্ম এতটাই লাগামছাড়া হয়েছে ভূমি দপ্তরে ঢুকে ভূমি আধিকারিকের কপালে বন্দুক ঠেকাতেও তারা দু বার ভাবছে না। বোলপুর-শ্রীনিকেতন ব্লক ভূমি দপ্তরে সেই স্তম্ভিত করার মত ঘটনার সাক্ষী হতে হয়েছে মাস কয়েক আগেই। জমি কারবারে বেপরোয়া দূর্নীতি ও তাতে ভূমি দপ্তরের একাংশের মদতে বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিপিআই(এম)। সোমবার দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। স্মারকলিপি প্রদান করতে গেলে বাধার মুখে পড়তে হয়েছে পুলিশের। বেঁধেছে ধস্তাধস্তি। তবে নাছোড় মনোভাব নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। দপ্তরের অধিকারিকদের সামনে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে উপস্থিত মানুষেরা।

Comments :0

Login to leave a comment