Raiganj B.Ed College

রায়গঞ্জ বিএড কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্নায় অধ্যাপকরা

জেলা

Raiganj BEd College



এবারের ডিএলএড পরীক্ষা হয়েছিল। তার মূল্যায়নের কাজে কলকাতার সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে প্রধান পরীক্ষক এবং পরীক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন কলেজের পাঁচজন সহকারী অধ্যাপক। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও মহাবিদ্যালয় অধ্যক্ষ চৈতন্য মন্ডল অধ্যাপকদের দিনগুলি অন ডিউটি দিতে রাজি নয়। সরকারি কাজে সরকার নির্দেশ মত চিঠি অধ্যক্ষকে দেওয়া সত্যেও অধ্যাপকদের ছুটি হিসেবে ধার্য করছেন না কলেজ কতৃপক্ষ। অধ্যাপকদের সাক্ষরের খাতায় লালকালি দেওয়ার পরেই ক্ষোভের সঞ্চার। প্রাথমিক শিক্ষা পর্ষদ কতৃক প্রদত্ত অন ডিউটি শংসাপত্র অস্বীকার করছেন। এই নিয়ে গত সপ্তাহে অধ্যক্ষের সাথে অধ্যাপকদের বচসা শুরু হয়। মঙ্গলবার আলোচনায় বসার কথা থাকলেও অধ্যাপকদের সাথে আলোচনায় না বসে অধ্যক্ষ কলেজের পিছন দরজা দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। ক্ষুব্ধ অধ্যাপকদের অভিযোগ এর আগেও রায়গঞ্জ বিএড কলেজের অধ্যক্ষ চৈতন্য মণ্ডলের অনৈতিক কাজের বিরুদ্ধে সংবাদ শিরোনামে উঠে এসেছিলো রায়গঞ্জ বিএড কলেজের নাম। 

উল্লেখ্য বিএড কলেজের পরীক্ষার সরকারি পরীক্ষার সেন্টার হিসেবে রায়গঞ্জ বিএড কলেজে জেলার অন্যান্য প্রাইভেট ডিএলএড কলেজের প্রশিক্ষনার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, সেখানেও কলেজের অধ্যক্ষ চৈতন্য মণ্ডল বিএড’র প্রশিক্ষনার্থীদের দিয়ে ইনভিজিলেশন ডিউটি করিয়েছিলেন যা সরকারি আইনের পরিপন্থী। তাতে করে শোরগোল পরেছিলো রাজ্য জুড়ে। তৃণমূল পন্থী প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী অধ্যক্ষ টাকার বিনিময়ে অস্থায়ী লোক নিয়োগের নামে হুলুস্থুল কান্ডে জড়িয়ে পরেছিলেন, এছাড়াও বন দপ্তর না জানিয়ে বেশ কিছু কলেজের গাছ কেটে প্রশাসনের রোসের মুখে পরেছিলো অধ্যক্ষ চৈতন্য মণ্ডল। 

ক্ষুব্ধ অধ্যাপক সুস্মিতা মণ্ডল সৌরভ ব্যনার্জীরদের অভিযোগ রায়গঞ্জ বিএড কলেজের পাঁচ অধ্যাপক রীতিমতো সরকারি চিঠি পেয়ে পরীক্ষার খাতা দেখতে গেয়েছিলেন। সেই চিঠি অধ্যক্ষকে দেওয়া হয়েছে। তা সত্বেও হাজিরা খাতায় লাল দাগ দিয়েছেন। কেন অধ্যাপকের খাতায় লালদাগ? প্রশ্নের জবাবে জানিয়েছিলেন পরে আলোচনা হবে। মঙ্গলবার আলোচনার জন্যে ডাকা হলেও অধ্যক্ষ হটাৎ কলেজের পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে। সেই কারণে অধ্যক্ষের অনৈতিক কাজের প্রতিবাদে ধর্না বিক্ষোভ চলছে। প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেও সন্ধা সারে ৭ টার পরেো আন্দোলন চলছে।  
 

Comments :0

Login to leave a comment