JALPAIGURI PROTEST

মাথাদের ধর, জলপাইগুড়িতে দাবি প্রাক্তনী, শিক্ষক-শিক্ষাকর্মীদের

জেলা

জলপাইগুড়িতে প্রতিবাদ।

চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ-খুনে মাথাদের ধরার দাবি তুলল শিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। রবিবার বিকেলে জলপাইগুডি কদমতলা মোড়ে শিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চের আহবানে প্রতিবাদ কর্মসূচি হয়।
পথনাটক, বক্তব্যে প্রতিবাদ জানা শিক্ষক, শিক্ষা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ। সন্ধ্যায় জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে থানা মোড়ে ‘অভয়া’-র প্রতীকীর সামনে মোমবাতি জ্বালানো হয়। 
শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। শহরের ২৩ নম্বর ওয়ার্ড ও ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা মিছিল ও বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। 
রাতে জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে রাত ১১.৩০ থেকে ভোর ৫.৩০ পর্যন্ত কর্মসূচি হবে।

Comments :0

Login to leave a comment