Maharshtra Suicide

বারবার ধর্ষণ পুলিশের, মহারাষ্ট্রে আত্মঘাতী মহিলা চিকিৎসক

জাতীয়

হাতের তালুতে লেখা সুইসাইড নোট।

মহারাষ্ট্রে এক মহিলা চিকিৎসক পাঁচ মাসে চার বার ধর্ষণের অভিযোগে করেন এক পুলিশ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো সাহায্য পাননি তিনি। বিচারের দাবিতে, বৃহস্পতিবার রাতে তিনি সাতারা জেলা হাসপাতালে আত্মহত্যা করেন।
মৃতার বাম হাতের তালুতে সুইসাইড নোট মিলেছে। সেখানে তিনি লিখেছেন, 'সাব ইন্সপেক্টর গোপাল বাডানে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।  ওই লেখাতেই তিনি পুলিশ অফিসার প্রশান্ত ভাস্করের বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। তিনি লেখেন, পুলিশ অফিসার গোপাল বন্দেই আমার মৃত্যুর জন্য  দায়ী। 
চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে বিভিন্ন অংশ। প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় ওয়াদেত্তিয়র বলেছেন, ‘‘রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে বিজেপি সরকারের শাসনে। পুলিশ যদি এই নির্যাতন চালায় তা’হলে আইনের শাসন কিভাবে সম্ভব? বিজেপি জোট সরকার বারবার অপরকর্মে দায়ী পুলিশকে আড়াল করে চলেছে। তারই পরিণাম এই ঘটনা।’’
ওই মহিলা ডাক্তার ফালটন মহকুমা হাসপাতলে কাজ করতেন। এর আগে ১৯ জুন তিনি এই বিষয়ে পুলিশের ডিসপি ও এসডিও’র কাছে অভিযোগ করলেও কোনো সাহায্য মেলেনি বলে জানিয়েছেন নোটে। সেই চিঠিতেও তিনি এই পুলিশ আধিকারিকদের নাম উল্লেখ করেছিলেন বলে জানা গিয়েছে। 
যদিও বর্তমানে মহারাষ্ট্রের মখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের নির্দেশে গোপাল বাদনেকে সাসপেন্ড করা হয়েছে।
মহারাষ্ট্র মহিলা কমিশনের তরফে ঘটনাটিকে নজরে আনা হয়েছে। কমিশনের এক্স-পোস্টে জানানো হয়েছে, ' দেহ টিকে ময়না তদন্তের জন্য পাঠানো হইয়াছে। পুলিশ সুপারকে এই ঘটনার অভিযুক্ত আধিকারিককে গ্রেপ্তার করে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন ওই ডাক্তার আগে অভিযোগ জানিয়েও কোনো সাহায্য পাননি সেটিও জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে।

Comments :0

Login to leave a comment