indian premier league

লক্ষ্ণৌয়ের দৌলতেই পুনর্জীবন পেলেন শার্দুল

খেলা

shardul thakur restricted sunrisers hyderbads innings by his own hands

গত বৃহস্পতিবার শক্তিশালী হায়দরাবাদকে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।  প্রথম ইনিংসে শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিংয়ের জেরেই মূলত ১৯০ রানের নাগপাশে হায়দরাবাদকে জড়াতে সক্ষম হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। অভিষেক শর্মা , ইশান কিষান , অভিনব মনোহর এবং মহম্মদ শামির উইকেট নিয়েছিলেন তিনি। তবে এই যাত্রার পথ তার জন্য মোটেই মসৃন হয়নি। ডিসেম্বরের নিলামে তিনি ছিলেন অবিক্রিত।  লক্ষ্ণৌ সুপার জায়ান্ট তার প্রতি আগ্রহ দেখিয়েছিল মূলত মহসিন খানের পরিবর্ত হিসেবেই। সেই অবিক্রিত বোলারই বৃহস্পতিবারের ম্যাচে ত্রাতা হয়ে দেখা দিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্ট দলের হয়ে। ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শার্দুল নিয়েছিলেন মাত্র ৩৪রান দিয়ে। প্রথম ইনিংস শেষে প্যাট কামিংসের দলকে রুখে দিয়ে তিনি এও জানিয়েছিলেন যে , এই পিচ বোলারদের জন্য নয়। এটি মূলত ব্যাটিং নির্ভর পিচ। আইপিএলে সুযোগ না পেলে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলারও সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি। রঞ্জি চলাকালীন জাহির খান তাকে ডাকেন মূলত মহসিন খানের পরিবর্ত হিসেবেই। বৃহস্পতিবারের ম্যাচে নিজের দুরন্ত বোলিংয়ের দ্বারা যেন কিংবদন্তি জাহির খানের বিশ্বাসের মর্যাদাই যেন দিলেন শার্দুল। ২০১৭তে শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচে একদিনের ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে শার্দুলের। ২০১৮তে দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে টিটোয়েন্টিতে আত্মপ্রকাশ ঘটে শার্দুলের। ৪৭টি একদিনের ম্যাচে নিয়েছেন ৬৫টি উইকেট এবং ২৫টি টিটোয়েন্টি ম্যাচে ৩৩টি উইকেট সংগ্রহ করেছেন ভারতের জার্সিতে । ২০১৮ এবং ২০২৩ এ এশিয়া কাপ জিতেছিলেন পালঘারের শার্দুল ঠাকুর।     

Comments :0

Login to leave a comment