Siliguri Teachers Protest

বিচার চেয়ে পথে শিলিগুড়ির শিক্ষক সমাজ

জেলা

তিলোত্তমার বিচার চেয়ে পথে নামলো শিলিগুড়ির শিক্ষক সমাজ। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা পর কেটে গেছে ২৭ দিন আজও মেলেনি সুবিচার। বিচার চেয়ে বিক্ষোভ মিছিলে সামিল বহু মানুষ। প্রতিবাদে পথে নেমে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও শিক্ষক সমাজ। দাবি উঠেছে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার।  বুধবার প্রদীপের আলোয় 'অন্ধকার' কাটিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাইতে রাস্তায় নেমেছেন রাজ্যের কোটি কোটি মানুষ। মানুষ সোচ্চার হয়েছেন স্লোগানে, ‘বিচার যত পিছবে লড়াই তত চলবে।’
আর জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার হতেই শিলিগুড়ি হাসমি চকে শিলিগুড়ির শিক্ষক সন্মেলনীর মানববন্ধন শুরু হয়। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শিক্ষক সন্মেলনীর মিছিল শহরের কোর্ট মোড়, কাছারি রোড হয়ে হিলকার্ট রোড, সেভক মোর হয়ে হাসমি চকে এসে মানববন্ধন জড়ো হয়ে প্রতিবাদ জানায় শিক্ষক সমাজ। এদিন হাজারের বেশি শিক্ষক -শিক্ষিকা এই মিছিলে অংশ নেন।


 

Comments :0

Login to leave a comment