জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ২০২২ পুরুষ ফুটবল বিশ্বকাপের। রবিবার কাতারের আল-বায়েত স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। এদিন মূল আকর্ষণ ছিলেন দক্ষিণ কোরিয়ার পপ গায়ক তথা ‘বিটিএস স্টার’ জুঙ কুক। তিনি কাতারের শিল্পী ফাহাদ আল কুবাইসি’র সঙ্গে এবারের বিশ্বকাপের থিম সং ‘ড্রিমার্স গেয়েছেন।
জুঙ কুকের পাশাপাশি দর্শকদের মাতিয়ে রাখেন হলিউড তারকা মর্গ্যান ফ্রিম্যান। তিনি এক চরিত্রের নাটক বা ‘মনোলগ’—এর মাধ্যমে দর্শকদের দীর্ঘক্ষণ মুগ্ধ করে রাখেন। বিগত বিশ্বকাপগুলির থিমসংও এদিন ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক’ হিসেবে দর্শকদের সামনে পেশ করা হয়।
২০১০ বিশ্বকাপের থিমসং ‘ওয়েভিং ফ্ল্যাগ’ শুনে বহু দর্শককে নস্টালজিয়ায় ভেসে যেতে দেখা যায়। গানের পাশাপাশি আরবের লোক-সংষ্কৃতিকেও বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগ নেন আয়োজকরা।
Comments :0