Abhaya Mancha

মারধর-ধর্ষণ হাসপাতালে, আক্রান্ত চিকিৎসক-নার্স, ক্ষোভ অভয়া মঞ্চের

রাজ্য

এসএসকেএম হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাচ্ছে ডিওয়াইএফআই।

বীরভূমের মহম্মদবাজার ব্লকে একজন নার্সের উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার। এছাড়াও উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একজন ডাক্তার এবং তার বন্ধুর উপর নৃশংস হামলার ঘটনা সামনে এসেছে। আক্রান্ত ওই চিকিৎসকের বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করলে হামলা করা হয়। কলকাতার এসএসকেএম হাসপাতালের ভিতরে একজন নিরাপত্তা কর্মীর দ্বারা এক কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা সমানে এসেছে। এই সকল ঘটনায় নিন্দা জানিয়েছে অভয়া মঞ্চ। প্রতিটি ঘটনায় অভিযুক্তদের শাস্তি ও সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান করেছে তারা। 
বৃহস্পতিবার একাধিক ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সরকারি চিকিৎসক সংগঠন এএইচএসডি।
অভয়া মঞ্চ এক বিবৃতিতে বলেছে যে এই ধরনের নৃশংস ঘটনা যাতে আর কখনও না ঘটে তার জন্য হাসপাতাল সুরক্ষা ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে। এই তিনটি ঘটনা - একজন সরকারি কর্মচারীর উপর আক্রমণ, বোনের উত্যক্ত করার প্রতিবাদ করলে ডাক্তার এবং তার বন্ধুর উপর নৃশংস হামলা এবং একটি মেডিক্যাল কলেজের মধ্যে একটি যৌন নির্যাতনের ঘটনা বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগই সামনে নিয়ে আসে। অভয়া মঞ্চ অবিলম্বে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।
প্রসঙ্গত, আর জি কর ঘটনার পর থেকেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের একটি প্রধান দাবি ছিল কাজের জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি।

Comments :0

Login to leave a comment