পশ্চিমবঙ্গে এসআইআরের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই এ বার রাজ্যের প্রায় ৬০০ বুথ লেভেল অফিসারকে বা বিএলওকে শোকজ় করল রাজ্যের মুখ্যই নির্বাচন কমিশন। জানা গিয়েছে ওই বিএলওরা কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। কিন্তু কেন তাঁরা অব্যাহতি চাইছেন তার কারণ ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট বিএলওদের। শোকজ হওয়া বিএলওদের জন্য হেল্পডেস্ক করার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিএলওদের নিয়োগ শুরু করেছে কমিশন। কিন্তু একাধিক জেলায় শিক্ষক শিক্ষিকারা নিয়োগপত্র গ্রহণ করছে না। এই মর্মে জেলার প্রধান নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। তাঁদের শোকজ করে ৭২ ঘন্টার মধ্যে কারণ জানাতে করার কথাও বলা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে যে শোকজ হওয়া বিএলওদের পাশে থাকবে তারা। সাংবাদিক বৈঠক থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের কাজের বাধা দেওয়ার ঘটনা সামনে এসেছে।
তিনি আরও বলেন, "দুটো মৌলিক অধিকার। শিক্ষা আর ভোটাধিকার। ভোটাধিকারকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষাকে নস্যাৎ করা হচ্ছে। বহু স্কুলে একজন মাত্র শিক্ষক। সেই শিক্ষকই যখন বিএলও হবেন তখন স্কুলের পঠনপাঠন বন্ধের মুখে পড়বে।”
Comments :0