জানা অজানা | নতুনপাতা
উড়ক্কু মাছের দেশ
তপন কুমার বৈরাগ্য
বিশ্বের একমাত্র উড়ক্কু মাছের দেশ দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান সাগরের তীরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র বার্বাডোস। এই
উড়ক্কু মাছ এদেশের জাতীয় প্রতীক।বার্বাডোজের রাজধানী ব্রিজটাউন।বার্বাডোস একটা সমতল দ্বীপরাষ্ট্র।২০২৩ খ্রিস্টাব্দের
লোক গণনা অনুযায়ী এই দেশের লোকসংখ্যা মাত্র তিন লক্ষের কাছাকাছি।যা আমাদের ভারতের একটা নগরের কাছাকাছি।
ক্যারিবীয় সাগর উড়ক্কু মাছের স্বর্গভূমি। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোস উষ্ণমন্ডলের মধ্যে অবস্থিত। এই দেশের উপকূলবর্তী
অঞ্চলের জল বেশ উষ্ণ। এই উষ্ণ জলে এরা দলবদ্ধভাবে বাস করে।এই মাছের দৈর্ঘ্য ৩৫থেকে চল্লিশ সেমি পর্যন্ত হয়।
মাছগুলো খুব লম্বা হয় ।দেহের মাঝামাঝি বরাবর দেহের দু'পাশে থাকে পাখির মতন পাখনা।এই মাছগুলো যখন
দলবদ্ধভাবে আকাশে ওড়ে তখন এই শোভা দেখে প্রত্যেকে মোহিত হয়ে যায়।
এরা কুড়ি মিটার পর্যন্ত উপরে উঠে পাঁচশো মিটার এলাকায় একসাথে ঘুরে বেড়ায়।প্রতিবছর এই মাছ দেখতে হাজার হাজার
পর্যটক এই দেশে আসে।এই দেশে পর্যটন শিল্প গড়ে উঠেছে এই মাছের জন্য।এই মাছ খুব সুস্বাদু।এতো সুস্বাদু মাছ পৃথিবীতে
একটাও নেই। এই মাছে সব ধরনের ভিটামিন আছে। শুনলে আশ্চর্য হতে হয় ,এই মাছ এবং এখানকার আবহাওয়া
এই দেশের মানুষকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবি মানুষ করেছে। এই দেশের মানুষের দীর্ঘজীবির আর একটা কারণ এখানকার
লোকেরা ঘরের তৈরী জিনিস ছাড়া বাইরের জিনিস কেউ খায় না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সকল মানুষের মন জয়
করে নিয়েছে।এখানকার দিন এবং রাতের শোভা বড় অপূর্ব। যেন আর একটা স্বর্গকে পৃথিবীতে নামিয়ে নিয়ে এসেছে।
এ দেশের লোকেরা সুস্বাস্থ্যর অধিকারী।এই দেশে মৃত্যুহার খুব কম।বছরে একজন কি দু'জন মারা যায়।সবের মূলেই আছে এদেশের উড়ক্কু মাছ।
Comments :0