India vs NZ WCC

দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে তিনশো পার ভারতের

খেলা

দুই ওপেনারের জোড়া সেঞ্চুরির জোরে ভারতের স্কোর ৪৮ ওভারে ৩২৯/২।
স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল দু’জনেই পেয়েছেন সেঞ্চুরি। 
স্মৃতি মান্ধানা সেঞ্চুরি করেন। ৮৮ বলে তাঁর রান ১০৯। দশটি ৪ এবং চারটি ৬ রয়েছে তাঁর ইনিংসে। মহিলা আন্তর্জাতিক একদিনের ম্যাচে একটি ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ৬ হাঁকানোর রিপোর্ট আপাতত তাঁরই, জানাচ্ছে সংবাদসংস্থা। 
নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন টসে জিতে ফিল্ডিং নেন। 
প্রতীকা এদিন সেঞ্চুরি করেন ১২২ বলে। তাঁর ক্যাচ যদিও একবার ফেলেছে নিউজিল্যান্ড।

Comments :0

Login to leave a comment