পহেলগাম সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষনা করলো জম্মু কাশ্মীর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এক্সহ্যান্ডেলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পরিবার গুলোর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা আপনাদের শোক ভাগ করে নিচ্ছে এবং এই খারাপ সময়ে আপনাদের পাশে আছি।’’
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা। পাহাড়ের চড়াইয়ে বৈসরনে হামলা হয়।
এই হামলায় ২৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও অন্তত ১২ জন। নিহতদের মধ্যে দুই বিদেশী এবং তিনজন বাঙালি আছেন।
প্রশাসন জানিয়েছে, পর্যটকদের ওপর হামলা হয় বেলা আড়াইটে নাগাদ। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও-তে মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে। আহত ও নিহতেরা রাস্তায় রক্তাক্ত। পরিজনেরা আর্ত চিৎকার করছেন। সাহায্য চাইছেন। গুলি ছুটতে থাকলে অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।
ফের সন্ত্রাসবাদী হামলায় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন। শাহ পৌঁছেছেন কাশ্মীরে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও যান ঘটনাস্থলে।
Pahalgam attack
পহেলগাম হামলায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ঘোষনা জম্মু কাশ্মীর সরকারের

×
Comments :0