ট্রেন থামতেই নামলেন কয়েকজন। উঠবেন তার কয়েকগুন। জায়গা নেই। ‘অফিস টাইম’ মানে প্রাণ হাতে প্রতিদিন। নামার সময় টাল সামলানো মুশকিল, পড়ে যাওয়ার মতো অবস্থা। নামারই সুযোগ নেই অফিসযাত্রীদের বাড়ি ফেরার তাগিদে। যাত্রীরা কেউ ঝুলছেন হাতল ধরে, কামরার বাইরে শরীর। ভেতরে যাঁরা, শ্বাস নেওয়ার মতো বাতাসটুকু নেই। পড়ে না গেলেও অসহ্য ধকল প্রতিদিন কেড়ে নেয় প্রাণশক্তি। মানুষ বেড়েছে কয়েকগুন। অথচ শহরতলী থেকে কলকাতায় ট্রেনের সংখ্যা তার তুলনায় অনেক কম। যন্ত্রণার নিত্যযাত্রার কয়েকটি ঝলক লেন্সবন্দি করলেন -
দিলীপ সেন
হাতে ঝুলছে ব্যাগ। কোনওক্রমে ঠাঁই পাওয়ার মরিয়া চেষ্টা।
মানুষেরই জায়গা হয় না, ব্যাগ থাকবে কোথায়? জানালার শিকে ঝুলন্ত ব্যাগের সারি।
প্রতিদিনের যাতায়াতে ব্যস্ত শিয়ালদহ। সারি সারি যাত্রীর ওঠানামা।
Comments :0