বর্ষার বিদায় ঘটলেও শীত আসার আগেই আবারও বৃষ্টি সম্ভাবনা বঙ্গে। আপাতত নির্বিঘ্নে সব উৎসব মিটলেও সপ্তাহের শেষ আবারও ভোগাতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নিম্নচাপ তার জেরেই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপ গভীর কোনও ঘূর্ণিঝড়ে পরিণত হয় কী না সেইদিকেই আপাতত নজর রাখছে হাওয়া অফিস।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেটি বুধবার শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে । আপাতত তামিলনাড়ু, পন্ডিচেরী ও অন্ধ্র উপকূলের অভিমুখ রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, "আপাতত আকাশ পরিষ্কার থাকবে। ভোররাতের দিকে শীত অনুভূত হবে। বেশ কিছু অঞ্চলে দেখা মিলতে পারে কুয়াশারও।"
২৪ অক্টোবরের পর উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে শুক্রবার থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা। মূলত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেই কারণেই বঙ্গে শীত ঢোকার মুখে বাধা পেতে পারে বলে মনের করছেন আবহাওয়াবিদরা।
শীত আসার আগেই বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গেও। সপ্তাহান্তে দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি ও মালদায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরের সব জেলাতেই হবে কমবেশি বৃষ্টি।
কেরালা, অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যেগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনার সৃষ্টি হইয়াছে এই নিম্নচাপের জেরে।
Weather
ফের নিম্নচাপ সাগরে, চলতি সপ্তাহের শেষে আবার বৃষ্টি

×
Comments :0