আজ ১০ই ফেব্রুয়ারি। ১৯৯২ সালের আজকের দিনে মোহনবাগান মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল ও সেসা। গোয়ার এই দলটি সেদিন উপহার লড়াকু ফুটবলের। রুখে দিয়েছিল তারকাসমৃদ্ধ ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের দলে তখন মহাতারকা কৃষাণু দে। গোটা ম্যাচে তাকে বারংবার পড়তে হয়েছিল কড়া ট্যাকেলের সামনেই। সেসার দলের প্রত্যেকটি খেলোয়াড়ই এদিন ছাপিয়ে গেছিলেন নিজেদের। ম্যাচের ফল হয়েছিল গোলশূন্য। এই ফলাফলে দুইদলই পৌঁছে গেছিল ফেড কাপের কোয়ার্টার ফাইনালে।
একসময়ের গোয়ান ও ভারতীয় ফুটবলের সাড়া জাগানো নাম ছিল এই সেসা স্পোর্টস ক্লাব ( আগের নাম ) । ১৯৯৯ সাল থেকে তারা খেলতে শুরু করেছিল সেসা ফুটবল অ্যাকাডেমি নাম নিয়ে। ১৯৬৭ - ৬৮ ও ৭২ - ৭৩ মরশুমে তারা জিতেছিল গোয়ান লীগ। ঐতিহ্যশালী সিকিম গর্ভর্নস গোল্ড কাপ ও রোভার্স কাপ তারা জিতেছিল যথাক্রমে ১৯৮৭ ও ৯৫ সালে। একসময়ে ভারতীয় ফুটবল কাঁপানো আদিল খান , ডেনজিল ফ্রাঙ্কো, মিকি ফার্নান্দেজদের উত্থান হয়েছিল এই অ্যাকাডেমি থেকেই। আদিল, মিকিরা খেলে গিয়েছেন দুই প্রধানেও। বর্তমানে আই লীগ ৩ ও গোয়া প্রফেশনাল লীগে খেলে এই দল। ভেদান্ত স্পোর্টস বর্তমানে এই অ্যাকাডেমির লগ্নিকারী সংস্থা। জাতীয় লীগ শুরু হওয়ার সময় বাংলার থেকে গোয়ার ফুটবল দলই ছিল বেশি সংখ্যক । সেসা ছিল তাদের মধ্যে অন্যতম সেরা একটি দল। যারা পরবর্তীতে এক একজন সোনার উৎপত্তি ঘটিয়েছিল ভারতীয় ফুটবলে।
Comments :0