POETRY \ KHUSIR DEEP TO JAWLENA - PRADIP KUMAR CHAKRABORTY \ MUKTADHARA \ 16 OCTOBER 2024

কবিতা \ খুশির দীপ তো জ্বলে না - প্রদীপ কুমার চক্রবর্তী \ মুক্তধারা \ ১৬ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  KHUSIR DEEP TO JAWLENA - PRADIP KUMAR CHAKRABORTY  MUKTADHARA  16 OCTOBER 2024

কবিতা

খুশির দীপ তো জ্বলে না 
প্রদীপ কুমার চক্রবর্তী

মুক্তধারা

শারদীয়া এলো ফোটা শিউলির গন্ধে
তবু মুখে তার হাসি ফোটে না 
পাড়া জুড়ে চলে দুর্গা মায়ের স্তুতি
সেথা আনন্দ গান আজ লুপ্ত ,
দেখি অভয়ার চোখে শুধুই অশ্রু ঝরে 
এত উজ্জ্বলতায় আঁধার যে কাটে না 
কত কোলাহল এই  আলোকিত রূপ
তবু মরমী শান্তি হেথায়  রয়েছে সুপ্ত ।

মাঠ ঘাট জুড়ে ফুটে অজস্র কাশ
বাতাসের দোলে মৃদু মৃদু কাঁপছে
শাপলা পুকুরে নীলাকাশ জলছবি 
পৃথিবীর কথা অস্ফুটে বলে যায় ,
ঠাকুরতলায়  কটা শিশু খালি গায়ে 
প্রাণ ভ'রে ওরা খুশির নাচটা নাচছে 
ওদের চোখে জীবনের মানে কালো
যত বেনোজল ওদের সুখকে ভাসায়।

চারিদিকে দেখি আলোকিত সন্ধ্যা 
শুধু অভয়ার গৃহে খুশির দীপ তো জ্বলেনা 
উমাও আজকে বঞ্চিত অভাগিনী 
এত আয়োজন সব হয়ে গেল নিষ্ফল ,
কত কিছু পাওয়ায় ঋদ্ধ হতো যে গৃহ
নিকষ আঁধারে কোনো আশা আর ফলে না 
জানিনা এ পৃথিবী যাবে কি সে রসাতলে 
এই আলো- রূপ তবু থাকবে কি উজ্জ্বল!!

Comments :0

Login to leave a comment