Pahalgam attack

আতঙ্কে বুকিং বাতিল কাশ্মীরের, প্রকাশ হেল্পলাইন নম্বর

জাতীয়

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সন্ত্রাসবাদীদের গুলিতে কমপক্ষে ২৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। এটি ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর উপত্যকার সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি। 
‘মিনি সুইজারল্যান্ড‘ নামে পরিচিত বৈসারানে এই সন্ত্রাসবাদী হামলাটি ঘটে, কারণ এর তৃণভূমি কেবল পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়েই যাতায়াত করা যায়, মঙ্গলবার সকালে একদল পর্যটক সেখানে বেড়াতে গিয়েছিলেন। সংবাদসংস্থার খবর থেকে জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা সংস্থাগুলি হামলায় জড়িত সন্দেহভাজন চার ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটে যখন মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স ভারত সফরে এসেছেন। কাশ্মীর থেকে ফেরার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে উত্তর রেল। সংবাদ সংস্থার খবরে জানা গেছে বুধবার রাত ৯টা ২০ মিনিটে কাটরা থেকে ছাড়বে ট্রেনটি। দিল্লি, ভায়া জম্মু যাবে এই ট্রেনটি। ট্রেনের নম্বর ০৪৬১২। সন্ত্রাসবাদী হামলার জেরে চালু হয়েছে হেল্পলাইন নম্বর। যাত্রীদের সুবিধার জন্য হেল্প ডেস্কও খোলা হয়েছে। 
নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলি প্রকাশ করেছেন: 
জরুরি নিয়ন্ত্রণ কক্ষ - শ্রীনগর: 
0194-2457543, 0194-2483651, 7006058623; 24/7
পর্যটন সহায়তা ডেস্ক - পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, অনন্তনাগ 
9596777669, 01932-225870, 
হোয়াটসঅ্যাপ: 9419051940; 
জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ - 8899931010, 8899941010, 9906663868, 9906906115।
পর্যটন মরসুমের শুরুতেই এই হামলায় সমগ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশ-বিদেশের পর্যটকরা আতঙ্কিত। কাশ্মীরের ৯০ শতাংশ ট্যুর বুকিং বাতিল, জানাল দিল্লির ট্র্যাভেল এজেন্সিগুলি। দিল্লির বেশ কয়েকটি ভ্রমণ সংস্থা জানিয়েছে যে নিরাপত্তার কারণে পর্যটকরা জম্মু ও কাশ্মীরের জন্য প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিল করেছেন। কনট প্লেসের আউটার সার্কেলের শঙ্কর মার্কেটে অবস্থিত সোয়ান ট্র্যাভেলার্স নামক একটি কোম্পানির মালিক গৌরব রাঠি বলেন, প্রায় ২৫ জন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তাদের বুকিং বাতিল করতে বলেছেন। তিনি আরও বলেন, বেশিরভাগ পর্যটক আগামী মাসে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন এবং এখন বাতিল করার অনুরোধ করছেন। বাস এবং বিমানের টিকিট থেকে শুরু করে হোটেল - সবকিছুই আগে থেকে বুক করা ছিল। কিন্তু সন্ত্রাসবাদী হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আমাদের টিকিট বাতিলের জন্য ফোন আসতে শুরু করে বলে এদিন জানিয়েছেন কুশা ট্রাভেলসের মালিক দেব। 

Comments :0

Login to leave a comment