Durgapur case

দূর্গাপুর কান্ডে ধৃতদের জেল হেপাজত বাড়ানোর আবেদন পুলিশের

রাজ্য জেলা

দূর্গাপুর কাণ্ডের অভিযুক্তদের হেপাজতে চেয়ে আবেদন করলো পুলিশ। এদিন অভিযুক্ত ছয় জনকে কোর্টে পেশ করা হয় । ধৃতদেড় বয়ানে অসঙ্গতি থাকায় আরো কিছু দিনের জেল হেপাজতের দাবি জানায় পুলিশ।
১০ অক্টোবর দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিতার বন্ধু সহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুজনের সহ নির্যাতিতার বয়ান এদিন জুডিশিয়াল কোর্টে সংগ্রহ করা হয়। এর আগেই নির্যাতিতার বন্ধুর বয়ানের অসঙ্গতি পাওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে তার জেল হেপাজতের মেয়াদ আরও কিছুদিন বৃদ্ধি করার দাবি করেছে পুলিশ। 
নির্যাতিতার বক্তব্য অনুযায়ী ৫জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Comments :0

Login to leave a comment