কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে সিপিআই(এম)। জেলা পার্টি দপ্তর ডিবিসি রোড থেকে মিছিল শুরু হয়ে কদমতলা, কামারপাড়া, মার্চেন্ট রোড থানা মোড় হয়ে জেলা পার্টি দপ্তরে এসে মিছিল শেষ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করে উপত্যকায় শান্তি বজায় রাখার দাবি সহ দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয় মিছিল থেকে। মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা সম্পাদক পীযূষ মিশ্র।
কাশ্মীরে উগ্র ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের নির্বিচারে গুলি করে পর্যটকদের হত্যা করার প্রতিবাদে ধিক্কার জানিয়ে বুধবার সন্ধ্যায় দেশপ্রিয় নগর কলোনি বাজার অঞ্চলে এবং পূর্ব বেলঘরিয়ায় ধিক্কার কর্মসূচি সংগঠিত করে এসএফআই।
কাশ্মীরের পহেলগামের বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে বুধবার সন্ধ্যায় তুফানগঞ্জ শহরে মিছিল করলো সিপিআই (এম)। এদিন তুফানগঞ্জ শহরে সিপিআই(এম) দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মিছিল করল সিপিআই(এম)। জঙ্গিপুর বাসস্ট্যান্ডে সিআইটিইউ অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিল এরপর জঙ্গিপুর বাজার পরিক্রম করে। মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় সহ নেতৃবৃন্দ।
কাশ্মীরের পহেলগামে নিরীহ মানুষের উপর নৃশংস সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার সিপিআই (এম) বারাসাত উত্তর -পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত করা হয়।
কাশ্মীরে পহেলগাম এলাকায় পর্যটকদের উপর উগ্রপন্থীদের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার সিপিআই(এম)'র পক্ষ থেকে বড়জোড়ায় মিছিল সংগঠিত হয়। বড়জোড়া ব্লক এলাকার একাধিক গ্রামপঞ্চায়েতের মানুষজন এই মিছিলে সামিল হয়েছিলেন। শ্লোগান ওঠে কাশ্মীরে উগ্রপন্থী হামলা বন্ধ কর।
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বুধবার হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। সালকিয়া, রামরাজাতলা ও আমতায় সিপিআই(এম)'র উদ্যোগে ধিক্কার মিছিল করা হয়। সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতন মনোভাব গড়ে তোলা ও কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের বিফলতার বিরুদ্ধে ধিক্কার জানানো হয় মিছিল থেকে।
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের বর্বোরোচিত হামলায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন এবং মানবতার শত্রু সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়ে বুধবার সন্ধ্যায় সিপিআই(এম) বসিরহাট দক্ষিণ ২এরিয়া কমিটির ডাকে মিছিল হয়।
Comments :0