WEATHER

শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, ৩ জেলায় লাল সতর্কতা

রাজ্য জেলা

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগের সপ্তাহের শেষে কোনও বৃষ্টির দেখা পাওয়া যায়নি। সকালের পর থেকেই রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। আগামী শনিবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণের সাত জেলায় সতর্কতা  জারি করা হয়েছে। বুধবার থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। ২৭ এপ্রিল পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে সাথে আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গরমের দাপট থাকবে। প্রয়োজন ছাড়া বাইরে না বেড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বেশি করে জল বা তরল জাতীয় খাবার খেতে বলেছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment