West Bengal Panchayat Elections

গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মননয়োন জমা দক্ষিণ দিনাজপুরে

জেলা

West Bengal Panchayat Elections ক্যাপশান- বালুরঘাটে বাম প্রার্থী সহ কর্মীরা নমিনেশন জমা করার পথে। অপূর্ব মন্ডল।



দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বামকর্মীরা প্রার্থী সহ মিছিল করে নির্দিষ্ট এলাকায় পৌঁছে  যাচ্ছে। প্রার্থীদের সঙ্গে নিয়ে বাম কর্মীরা প্রচার, দেওয়াল লিখন সহ গ্রাম সভা শুরু করেছে। পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে ও  দুর্নীতি মুক্ত জেলা পরিষদ গঠন করতে বুধবার  সিপিআই(এম) মনোনীত বামফ্রন্টের পাঁচ প্রার্থী জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিলেন বালুরঘাট প্রশানিক ভবনে। এদিন বালুরঘাট সিপিআই(এম) জেলা দপ্তর থেকে শতাধিক কর্মী সহ বাম প্রার্থীরা মনোনয়ন জমা করার লক্ষ্যে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্তরে পৌঁছায়। প্রশাসনিক ভবনের নির্দিষ্ট কাউন্টারে জেলা পরিষদের প্রার্থী হিসেবে নমিনেশন জমা করেন তাপসী পাহান, কুমারগঞ্জের শ্যামল বাস্কে, চন্দনা বিশ্বাস এবং  যোগেন্দ্রনাথ সরকার সহ হিলির সমির রায়।

 প্রার্থীরা বলেন, ‘‘গ্রামের মানুষ বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধেছে পঞ্চায়েতের দুর্নীতিগ্রস্তদের হটাতে। পাঁচ বছরে গ্রামের মানুষ তৃণমূল ও বিজেপির দুর্নীতি দেখেছে। আবাস যোজনার ঘর গরিব মানুষ পায়নি বরং বিত্তশালীদের নাম তালিকায় দেখা যাচ্ছে’’। বুধবার পর্যন্ত ভোটের নমিনেশন জেলায় সম্ভাব্য কনিষ্ঠা তেইশ বছরের স্নাতক তাপসী পাহান জেলা পরিষদের আসনে বাম প্রার্থী হিসেবে আবেদন জমা করে বলেন, ‘‘ দুই বছর ধরে একশো দিনের কাজ গ্রামের শ্রমজীবীরা পাচ্ছেন না। গ্রামের  যুবক যুবতীরা জেলা তথা রাজ্যে কাজ না পেয়ে ভীন রাজ্যে চলে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে ভীন রাজ্যে যাওয়াতে দুর্ঘটনা সহ অন্যান্য সমস্যার সম্মুখীন হতেও হচ্ছে। গ্রামের রাস্তা ঘাট সংস্কারের অভাবে ভেঙ্গেচুরে গিয়েছে কিন্তু বহুবার জানানো সত্বেও সংস্কার হয়নি’’। তাঁর বক্তব্য রাজ্যে শিক্ষিত যুবক যুবতীরা যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য রাস্তায় আনদোলন করছেন। আর তৃণমূলের মন্ত্রী ও নেতারা দুর্নীতি করে জেল খাটছে। তিনি বলেন, লুটেরাদের হটাতে যুবক যুবতীরাও আমাদের সঙ্গে আছেন।



 

Comments :0

Login to leave a comment