Amit Shah

নিহতদের পরিবারের সাথে দেখা করে কথা বললেন শাহ

জাতীয়

পহেলগাম হামলায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের প্রতি শ্রদ্ধাও জানান শাহ। এক্সহ্যান্ডেলে তিনি লেখেন, ভারত এই সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও জানিয়েছেন হামলাকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 
গতকাল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। একাদিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিন ঘটনাস্থলে যান অমিত শাহ। নিরাপত্তা আধিকারিকদের সাথে করেন উচ্চপর্যায়ের বৈঠক।
৩৭০ ধারা বাতিল এবং রাজ্যকে ভেঙে দুই কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে কেন্দ্রের বিজেপি সরকার সন্ত্রাসবাদকে নির্মূল করার ভাষণ দিয়েছিল। কিভাবে তারপর একের পর এক হামলা হচ্ছে, সে প্রশ্নের জবাব আপাতত কেন্দ্রের কাছে নেই।
মোদী বলেছেন, জঘন্য ঘটনায় যুক্ত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা হবে।

Comments :0

Login to leave a comment