NCERT political science syllebus

এনসিইআরটির পাঠ্য পুস্তক থেকে মুছে দেওয়া হল আজাদের নাম

জাতীয়

গান্ধির পরে এবার এনসিইআরটির একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বই থেক বাদ পরে গেল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নাম। দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন শিক্ষা ব্যবস্থা ও ভারতের সংবিধান গঠনে মৌলানা আবুল কালাম আজাদের যে অবদান তা মুছে ফেলতে পাঠ্যবইয়ের একাধিক লাইনে পরিবর্তন আনা হয়েছে। পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ‘সংবিধান-কবে ও কিভাবে’। সেই অধ্যায়ের থেকে শুরুতেই একটি লাইনে এডিট করে বাদ দিয়ে দেওয়া হয় মৌলানা আবুল কালাম আজাদের নাম। অ্যাসেম্বলি কমিটি গঠনে আজাদ সহ অন্যান্যদের ভুমিকা ব্যাখা করা হয়েছিল। এডিট করার পর সেই লাইনটি হয়েছে "Usually, Jawaharlal Nehru, Rajendra Prasad, Sardar Patel or BR Ambedkar chaired these Committees." সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়েছে মৌলানা আবুল কালাম আজাদের নাম। 


১৯৪৬’এ সংবিধানের খসরা তৈরি করার জন্য ভারতে নতুন গণপরিষদিয় নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দেন। তৎকালীন কংগ্রেস সভাপতি হিসেবে ব্রিটিশ ক্যাবিনেট মিশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ও আলোচনাও করেন। ওই একই বইয়ের দশম অধ্যায় থেকে ভারতে জম্মু-কাশ্মীরের রাজ্য হিসেবে যোগদান, ও অনুচ্ছেদ ৩৭০ ধারা প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০১৯’র আগষ্টে ম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা সেই সঙ্গে কেড়ে নেওয়া হয় রাজ্যের মর্যাদাও। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক কেন্দ্র শাষিত অঞ্চল।

Comments :0

Login to leave a comment