SUDANESE CIVIL WAR

যুদ্ধ বন্ধের দাবিতে সুদানে সরব শ্রমজীবীরা

আন্তর্জাতিক

SUDAN CIVIL WAR BENGALI NEWS

সুদানে গৃহযুদ্ধ থামানোর দাবি জানালেন সেদেশের শ্রমিক ও নাগরিক সমাজ। সুদানের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের তরফে একদফা দাবিপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে যুদ্ধ বন্ধের পাশাপাশি শ্রমিকদের ন্যয্য মজুরি সহ একগুচ্ছ দাবি তুলে ধরা হয়েছে। 

শ্রমিকদের দাবিপত্র প্রকাশের খবর সুদানের কমিউনিস্ট পার্টির মুখপত্র আল-মায়দানে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানে ক্ষমতা দখলের লড়াই চালাচ্ছে সুদানের সেনা বাহিনী এবং আধাসামরিক বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে এখনও অবধি সরকারি হিসেবে ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। গৃহযুদ্ধের ফলে ঘরছাড়ার সংখ্যা ১১ লক্ষ বলে ত্রাণকর্মীদের হিসেব। 

শ্রমিকরা বলছেন, যুদ্ধে সুদানের সেনা বা এসএএফ এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস খাবারকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। একে অন্যের দখলে থাকা লোকালয়ে খাবার পাঠাতে বাধা দিয়েছে। ত্রাণ আটকেছে এবং নির্বিচারে কৃষিজমি ধ্বংস করেছে। এরফলে দেশে খাদ্যসঙ্কট দেখা দিতে পারে। রাষ্ট্রসংঘের তরফেও এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

ট্রেড ইউনিয়ন ফ্রন্ট জানিয়েছে, সমাজে বিচ্ছিন্নতাবাদ ঠেকাতেই সমস্ত শ্রমিক সংগঠন এক জায়গায় এসেছে। যুদ্ধের ফলে খারটুম সহ সুদানের বড় শহরগুলির নাগরিক পরিকাঠামো ভেঙে পড়েছে। গণতান্ত্রিক কাঠামো ধ্বংসপ্রাপ্ত। শ্রমিকদের অধিকারের পাশাপাশি নাগরিক অধিকারও ভূলুন্ঠিত। সেই অধিকার ফিরিয়ে আনতেই যুদ্ধ বন্ধের ডাক দেওয়া হয়েছে। 

শ্রমিকরা জানাচ্ছেন, ট্রেড ইউনিয়ন ফ্রন্টে শ্রমিকদের পাশাপাশি চিকিৎসক, কৃষক, রেল শ্রমিক, নাট্যকর্মী, ইঞ্জিনিয়ার, কর্মচারী, অধ্যাপক ও শিক্ষকরাও রয়েছেন। ফ্রন্টের তরফে যুদ্ধ বন্ধের পাশাপাশি ন্যয্য শান্তি স্থাপন, দেশের সমস্ত অংশে ত্রাণ পৌঁছনো, যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ ও যুদ্ধপরাধ বন্ধের দাবি তোলা হয়েছে। একইসঙ্গে ভেঙে পড়া বিচারব্যবস্থা ফের গড়ে তুলে দেশে আইনের শাসন ফেরানোর দাবিও জানানো হয়েছে। 

ট্রেড ইউনিয়ন ফ্রন্ট জানিয়েছে, দেশে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের জন্য গণতান্ত্রিক নাগরিক রাষ্ট্র গঠন জরুরি। সুদানে জনগণের প্রকৃত গণতন্ত্র গড়ে তোলার দাবিও উঠে এসেছে। এর পাশাপাশি সমস্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থান থেকে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ প্রত্যাহার, ভবিষ্যতে সুদানের রাজনৈতিক ব্যবস্থাকে  সামরিক বাহিনীর প্রভাব মুক্ত করার দাবিও জানিয়েছেন শ্রমিক নেতৃত্ব। 

Comments :0

Login to leave a comment