Wrestler protest Delhi

মেয়েদের সুরক্ষা নেই অমৃত মহোৎসবের মানে কি প্রশ্ন কুস্তিগিরদের

জাতীয়

রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও বিজেপি সাংসদ ব্রিজ ভুষণ শরণ সিংয়ের গ্রেপ্তারি এবং পদত্যাগের দাবিতে প্রায় এখমাস ব্যপি আন্দোলন চালিয়েও কোনও ফল মিলল না।কেন্দ্রীয় সরকার কুস্তিগিরদের দাবি মানতে নারাজ। অমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখন পর্যন্ত কোনও পদক্ষেপই করেননি। সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে রবিবার কড়া পদক্ষেপ নেওয়ার হুসিয়ারি দিল দিল্লিতে ধর্ণারত কুস্তিগিররা। ২১ মে খাপ পঞ্চায়েত যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে কুস্তিগিররা।


শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এশিয়ান গেমসে পদক জয়ী কুস্তিগির ভিনেশ ফোগত জানান ‘২১ মে খাপ পঞ্চায়েতের সদস্যরা চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। সেই সিদ্ধান্ত হয়তো দেশের জন্য সুখকর হবে না। কিন্তু একটি যুগান্তকারী সদ্ধান্ত হবে বলেই মনে করছি আমরা’।
ব্রিজ ভুষণ শরণ সিং রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদের অপব্যবহার করেছেন। ছোট ছোট প্রতিভাশালী মহিলা কুস্তিগিরদের সুযোগ নিয়ে যৌন নির্যাতন করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই’ বলেন ভিনেশ। দিল্লিতে সাংবাদিকদের সামনে তিনি বলে চলেন ‘যে সমস্যা কয়েক মিনিটের মধ্যে সমাধান করা যায় সেই সমস্যা মেটাতে কয়েক মাস লেগে যাচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কুস্তিগিররাও। তারা প্র্যাক্টিস করতে পারছেন না। আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলো মিস করে যাচ্ছে।’


অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়া বলেন কুস্তিগিরদের এই লড়াইকে সামনে রেখে দেশের সমস্ত মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে আগামী ২৩ মে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি। যন্তরমন্তর থেকেই শুরু হবে মিছিল। সাংবাদিক সম্মেলনের একদম শেষভাগে ভিনেশ ফোগত বলেন যে দেশের সরকার তার মেয়েদের সম্মান, সুরক্ষার বিষয় এড়িয়ে চলে তাদের স্বাধীনতার ৭৫ অমৃত মহোৎসব পালন করা শোভা পায় না। 


এদিকে এসএফআই‘র তরফ থেকে ব্রিজ ভুষণের গ্রেপ্তারি দাবিতে দেশের রাষ্ট্রপতিকে গণ ই-মেল ও চিঠি পাঠানো কর্মসূচি রাখা হয় শনিবার। কুস্তিগিরদের আন্দোলনে প্রথম থেকেই রয়েছে এসএফআই। সংগঠনের সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস এদিন জানিয়েছেন তাদের এই আন্দোলনে পাশে রয়েছে দেশের প্রাক্তন খেলোয়াররাও। সাতারু ও অর্জুন পদকজয়ী বুলা চৌধুরী। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক সম্বরণ ব্যানার্জী। প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটর্জী, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাষ্কর গাঙ্গুলী, প্রাক্তন ফুটবল খেলোয়ার তুষার রক্ষিত ও সাতারু সায়নি দাস

Comments :0

Login to leave a comment