রবিবার রাতে এক পথ দুর্ঘটনায় অন্তত ৬ জন জখম হয়েছেন। এদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। তাদেরকে ভাঙ্গড়ের জিরানগাছা ব্লক হাসপাতাল থেকে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গড়ের কাঠজালা সেতুর কাছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি অটোরিকশা ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা রাস্তায় উল্টে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন যাত্রীরা। দুর্ঘটনায় ৬ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে অটোরিকশা চালক ও মোটরবাইক আরোহী রয়েছেন।
Accident
ভাঙ্গড়ে পথ দুর্ঘটনায় জখম ৬
×
Comments :0