BOOK TOPIC | KRISHANU BHATTACHARJEE | SATYANDRANATH BOSE | NATUNPATA | 2025 MARCH 26

বইকথা | কৃশানু ভট্টাচার্য্য | শতবর্ষে বোস সংখ্যায়ন | নতুনপাতা | ২০২৫ মার্চ ২৬

ছোটদের বিভাগ

BOOK TOPIC  KRISHANU BHATTACHARJEE  SATYANDRANATH BOSE  NATUNPATA  2025 MARCH 26

বইকথা | নতুনপাতা

শতবর্ষে বোস সংখ্যায়ন

কৃশানু ভট্টাচার্য্য 

বোস সংখ্যায়নের শতবর্ষে এক অবশ্য পাঠ্যগ্রন্থ হয়ে উঠতে পারে মহাদেব দত্ত রচিত বোস সংখ্যায়ন গ্রন্থটি। প্রথমেই জেনে নেওয়া দরকার যে 1924 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মরত অবস্থায় আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কে একটি গবেষণা পত্র পাঠিয়েছিলেন। ‌ গবেষণা পত্রটি পড়ে আইনস্টাইন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সেটি জার্মান ভাষায় অনুবাদ করেন এবং সেই গবেষণা থেকেই কোয়ান্টাম সংখ্যায়নবিদ্যার সূচনা হয়। এর পরবর্তী স্তরে সত্যেন্দ্রনাথ বসু আরো একটি প্রবন্ধ আইনস্টাইনের কাছে পাঠান। ‌ সত্যেন্দ্রনাথ বসু নিজেই বলেছেন, প্রথম প্রবন্ধটির মতো দ্বিতীয় প্রবন্ধটিকে আইনস্টাইন সমর্থন করেননি। ‌ কাজেই সেটির বিষয়ে বিজ্ঞানীদের পরবর্তীকালে আর কোন আগ্রহ দেখা দেয়নি। 
১৯৬৮ সালে রাজশেখর বসু স্মৃতি রক্ষার জন্য বঙ্গীয় বিজ্ঞান পরিষদের একটি বক্তৃতা আয়োজন করা হয়। ‌ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ বসুর প্রিয় ছাত্র এবং বিশিষ্ট বিজ্ঞানী শ্রী মহাদেব দত্ত। ‌ বোস সংখ্যায়নের ৫০ বৎসর পূর্তি উপলক্ষে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রথমবার এই বক্তৃতা গুলি একত্রিত করে বোস সংখ্যায়ন নামে এই বইটি প্রকাশ করে। এর পরবর্তী স্তরে ১৯৮৯, ২০০৩ এবং ২০১৫ সালে বইটি পুনরায় মুদ্রিত হয়। ‌ এই বছর বোস সংখ্যায়নের ১০০ বছর। সেই কারণেই এই বছরে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এই বইটির পুনরায় মুদ্রণ করেছেন। বইটির মধ্যে দিয়ে বোর সং খানের মতো একটা অত্যন্ত জটিল গাণিতিক তত্ত্বকে সরল এবং লোকরঞ্জন করে প্রকাশ করা হয়েছে। ‌ যেহেতু লেখক গবেষক এর এক অত্যন্ত কাছের মানুষ কাজেই বলা যেতে পারে যে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র হিসেবে তিনি এ বিষয়ে তার শিক্ষকের কাছ থেকে যাবতীয় তত্ত্বগত বিশ্লেষণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। বইটির শুরুতেই রয়েছে আচার্য সত্যেন্দ্রনাথ বসুর লেখা 'আর্শীবচন'। নিঃসন্দেহে বলা যেতেই পারে যে আন্তর্জাতিক স্তরে পরবর্তীকালে নোবেল পুরস্কার অর্জনকারী গবেষণার প্রাথমিক সূত্রপাত যে বিজ্ঞান প্রবন্ধের মাধ্যমে তার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা এই বইটি পাঠ করলে পাওয়া যাবে। এক্ষেত্রে একটি কথা অবশ্যই বলা যায় যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ বইটি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অত্যন্ত সহজ মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করেছেন। ‌ কাজেই এই বইটি বিজ্ঞান পিপাসু এবং আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্য পাঠ্য হয়ে ওঠা উচিত।

বোস সংখ্যায়ন: মহাদেব দত্ত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ মূল্য ৮০ টাকা

Comments :0

Login to leave a comment