Chief Justice of Calcutta HC

কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হলেন শিবজ্ঞানম

রাজ্য

Chief Justice of Calcutta HC


কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম। কিছুদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন।

তাঁর নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সোমবার রাতে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়ায় কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে টিএস শিবজ্ঞানমকে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন। 

বিচারপতি শিবজ্ঞানম তামিলনাড়ু বার কাউন্সিলে নথিভুক্ত হন ১৯৮৬ সালের ১০ সেপ্টেম্বর। মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

২০০৯ সালের ৩১ মার্চ। স্থায়ী বিচারপতি পদে আসীন হয়েছিলেন ২০১১ সালের ২৯ মার্চ। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন। আগামী ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবসর নেবেন তিনি।


 

Comments :0

Login to leave a comment