সার্বিয়ার একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। বুধবার ই-মেলে ওই হুমকি দেওয়া হয়। এই মাসের শুরুতে একটি প্রাথমিক স্কুল সহ দেশে দুটি বন্দুকবাজের হামলায় আতঙ্ক তৈরি হয়েছে। এদিন বেলগ্রেডে শিক্ষামন্ত্রক থেকে দেশের ৭৮টি প্রাথমিক স্কুল এবং ৩৭টি উচ্চ বিদ্যালয়ে হামলার বিষয়ে হুমকি সংবলিত ই-মেল পাঠানো হয়।
হুমকি ভরা ই-মেলে স্কুলে বোমা রাখার কথা ছিল। এর পরেই বিভিন্ন স্কুলে পঠনপাঠন থামিয়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বোমা খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। অবশ্য কোনও স্কুল থেকেই বিস্ফোরক সামগ্রীর সন্ধান মেলেনি। এর আগে গত ৩ এবং ১০ মে দেশে বন্দুকবাজের হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহত হন ২১ জন।
Comments :0