MUKTADHARA | ANAYAKATHA — EARTH NICE & GOOD | WASHIM KAPUR — 10 MARCH 2024

মুক্তধারা | অন্যকথা — পৃথিবী একদিন ভালো হবে, সুন্দর হবে | ওয়াশিম কাপুর — ১০ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  ANAYAKATHA  EARTH NICE  GOOD  WASHIM KAPUR  10 MARCH 2024

মুক্তধারা | অন্যকথা  

পৃথিবী একদিন ভালো হবে, সুন্দর হবে

ওয়াশিম কাপুর

পৃথিবী জুড়ে যে সংস্কৃতির আমদানি করা হয়েছে। তার ফাদার আমেরিকা। আমেরিকা বলুক কে ওসামা বিন লাদেনের জন্মদাতা? সব ওদের তৈরি। কারা, ভিয়েতনাম, কিউবায় মানুষ খুন করেছে? পাকিস্তান, আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্য থেকে তুর্কিকে অস্ত্রযোগান দিয়েছে কে? আমেরিকা বলুক কেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে ঘোষনা করছে না ওরা। আসলে পৃথিবীর শিল্প, কৃষ্টি, সংস্কৃতিকে বিষাক্ত করে দিতে চায় ওরা। যেমন ভারতের বাতাস বিষাক্ত করছে মোদী ও আর এস এস শিল্প, কৃষ্টি থেকে নাটক, সিনেমা, পেন্টিং যারা সংস্কৃতির কর্মী তাদেরকে তাদের সৃষ্টিকে মুছে দিতে চাইছে। মুক্ত চিন্তার কথা বললে সেই সৃষ্টির কন্ঠ রুদ্ধ করতে একদল তাবেদার শিল্পিকে পথে নামিয়ে মুক্ত চিন্তাকে দেশদ্রোহীতার তকমা দেওয়া হচ্ছে। হৃদিশ প্যাটেল একজন ছাত্র ও তো সংরক্ষণ চেয়েছিল, ও দেশদ্রোহী। কানাইয়ান একজন ছাত্র ও দেশদ্রোহী। আকলাখকে দাদরিতে খুন করা হল ও দেশদ্রোহী। পুরো দেশটাকে নিয়ে ওরা ছিনিমিনি খেলছে। একজন কৃতী ক্রিকেটার চেতন চৌহান, যতদূর স্মরণে আছে তাকে কখনও দামি ও খুব আধুনিক পোশাকে দেশবাসী দেখেনি তাকে প্রধানমন্ত্রী ফ্যাশন ডিজাইনের চীফ করে দিলেন এটা ফার্স হ্যাসকর। আর আমার রাজ্যতো অপরাধের ঠিকাদারি নিয়েছে সন্ত্রাসবাদীদের আশ্রয় থেকে তোলাবাজি, ধর্ষণ থেকে খুন, পাচার থেকে গণটোকাটুকির খোলাবাজার। আমি আছি তোমরা করো।

একজন শিল্পী হিসেবে বলতে পারি কুড়ি শতাংশ লোক অপরাধের পক্ষে থাকতে পারে কিন্তু আশি শতাংশ লোক পৃথিবীর ভালো চায়, তাই আবার পৃথিবী একদিন ভালো হবে-সুন্দর হবে। হিটলার পারেনি, মুসোলিনী পারেনি, সাদ্দাম, গদ্দফি সব্বাইকেই শেষ হতে হয়েছে। আগামীকাল আজকের শাসকদেরও ছুড়ে ফেলে দেবে। ইতিহাস বলে নবীন প্রজন্ম ও তার কৃতী অংশকে নিয়ে আসতে হবে সামনে, কারন ওরা গত বা চলমান প্রজন্ম থেকে উদারও অনেক বেশি আধুনিক-হয় ওদের জায়গা ছাড়তে হবে না হলে একদিন সব ভেঙেচুড়ে নবীন প্রজন্ম এসে ঢুকে যাবে, আমাদের দখলদারিতে, তখন পালাবার পথ পাবনা। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে পৃথিবী সবজায়গাতেই পদ বা স্থান ছাড়তে হয় অভিভাবকদের, না হলে বাবর-আকবরই এখন শাসন চালতো, সেটা কী খুব ভালো হতো? আমাদের সবারই আয়নায় নিজেকে দেখা উচিত। তাহলে সবার ভালো।

 

Comments :0

Login to leave a comment