কবিতা | মুক্তধারা
যুদ্ধ বনাম যুদ্ধ
শম্পা গুপ্ত
আবার একটা কমিউন হোক তৈরি,
বনে জঙ্গলে থাকুক গেরিলা সৈনিক।
ফ্যাসিস্ট শক্তি মরুক প্রত্যাঘাতে,
রক্তিম বই ঘুরুক সবার হাতে।
জন্মাক ফের ফুচিক চেগেভারা,
হোক গল্প পাভেল জয়া শুরার।
অহল্যা নুরুল রঞ্জন হবে জানি,
দলে দলে হবে মইদুল আনিসও।
এখানে ফাগুনে রক্ত লেগেছে পলাশে,
ওপারে তুহিন শোনিত ধারায়
ভাসে
তুইও একদিন মিছিলে হাঁটবি ঠিক,
হাতে হাত রেখে গ'ড়ে তুলে ব্যারিকেড।
দয়িতের কাঁধে মাথা রেখে নিয়ে শপথ,
পার হতে হবে কন্টকময় পথ।
বুক পেতে নিয়ে বেয়নেট বন্দুক,
শান্তি যুদ্ধ এবার শুরু হোক
Comments :0