7 January Chandannagar

‘ইনসাফ সমাবেশ’-র রাস্তা লিখন চন্দননগরে

জেলা

ফটকগোড়ায় ৭ জানুয়ারির ব্রিগেড সমাবেশের রাস্তালিখন।

দেওয়াল লিখন তো চলছেই। শুরু হয়েছে ব্রিগেড সমাবেশের প্রচারে রাস্তা লিখনও। ৭ জানুয়ারি ‘ইনসাফ সমাবেশ‘-র অভিনব প্রচার চলছে চন্দননগরে।
বছরের প্রথম দিন থেকেই রাস্তা লিখনের মাধ্যমে শুরু হয়েছে প্রচার। ডিওয়াইএফআই চন্দননগর পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার মধ্যরাতে এই কর্মসূচি হয়। 
চন্দননগর স্টেশন, ফটকগোড়া, বাগবাজার কালীতলা, বাগবাজার চৌমাথা, জিটিরোড কোর্টমোড়, কলুপুকুরে এই কর্মসূচি হয়।
সারা রাজ্যেই চলছে সমাবেশের প্রচার। নানা কায়দায় প্রচার চলছে।

Comments :0

Login to leave a comment