Facebook meta

মার্চে ফের বড় ছাঁটাই ফেসবুক সংস্থায়

আন্তর্জাতিক

'দক্ষ' হতে হবে সংস্থা পরিচালনায়। এই যুক্তিতে ফের কয়েক হাজার কর্মী ছাঁটবে 'মেটা'। 

ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরিচালক মেটা'র প্রধান মার্ক জুকেরবার্গ। গণ ছাঁটাইকে 'দক্ষতা' অর্জনের হাতিয়ার করেছেন তিনি। 

ক্যালিফোর্নিয়ায়, সংস্থার প্রধান কেন্দ্রে, কর্মীদের মধ্যে ত্রাসের খবর দিচ্ছে মার্কিন সংবাদমাধ্যম। 

গত নভেম্বরে দশ হাজার কর্মী ছাঁটাই করে ফেসবুকের মালিক সংস্থা। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আরও কয়েক হাজারের কাজ কেড়ে নেওয়া হবে। 

মেটা প্রচুর অর্থ ঢেলেছে 'ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম', তাদের 'মেটাভারস'-এ। সেই প্রয়াসের কদর মেলেনি। তার ওপর কমছে বিজ্ঞাপন বাবদ আয়। 

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সঙ্কট আছে বিশ্ব বাজারে, সেটা ঠিক। তবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে মুনাফার হার উঁচু স্তরে বজায় রাখতে। কাজ যাবে কর্মীদের, সঙ্কটের আঁচ পোহাবেন তাঁরাই। মালিকদের কিছু হবে না। 

Comments :0

Login to leave a comment