Recruitment scam

ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হলো কালিঘাটের কাকুর ফোন

রাজ্য

অভিষেক ব্যানার্জি ঘনিষ্ট সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালিঘাটের কাকুর মোবাইলফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠালো সিবিআই। তার সাথে তৃণমূল কাউন্সিলর পার্থ সাহার ফোনও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপ্স এন্ড বাউন্সের কর্মী সুজয় ভদ্রর নাম জড়িয়েছে। সিবিআই জেরার মুখোমুখিও হতে হয়েছে তাকে। সম্প্রতি সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে তল্লাসি চালায়। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসে তাকে জেরার পর তল্লাসি না চালিয়ে কেন এতোদিন পরে তল্লাসি তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তল্লাসি চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে খবর। ওই একই দিনে তল্লাসি চলে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট পার্থ সাহার বাড়িতেও। দুইজনের ফোন বাজেয়াপ্ত করা হয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। এখন দেখার ফরেন্সিক পরীক্ষার পর কোন তথ্য পাওয়া যায় কি না।

প্রায় এক বছর ধরে আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি কান্ডে সিবিআই তদন্ত চলছে। তদন্ত চললেও দোষীদের কোন শাস্তি এখনই হয়নি। লাগাতার রাস্তায় বসে বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। 

Comments :0

Login to leave a comment