Jalpaiguri Hospital

জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে কুকুরের মুখে শিশুর মাথা!

জেলা

হাসপাতাল চত্বরে সদ্যোজাতর মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর। শনিবার বিকেলে মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই ঘটনায় আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে। এদিন বিকেলে একটি  কুকুরকে প্লাস্টিকের প্যাকেট মুখে নিয়ে হাসপাতাল চত্বর দিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়স্বজনরা। প্রত্যক্ষদর্শী বক্তব্য তাদের সন্দেহ হয়। কুকুরটিকে তাড়া করলে প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেট খুলতেই দেখা যায় তারমধ্যে রয়েছে একটি সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত মাথা। তবে শুধু শিশুর মাথাটাই দেখা গেছে। দেহটার খোঁজ পাওয়া যায়নি।  ঘটনাটি সামনে আসতেই হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। প্রত্যক্ষদর্শী রমা নাইক, তরিকুল হক সহ রোগীর আত্মীয়স্বজনরা জানান, মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভিতর থেকেই কুকুরটিকে বের হতে দেখা গিয়েছিল। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, এটি মাদার অ্যান্ড চাইল্ড হাবের কোনও শিশুর দেহাংশ নয়। তাঁদের দাবি, বাইরে থেকে কোনওভাবে কুকুরটি শিশুর মাথাটি নিয়ে আসতে পারে। তাদের এই কথা মানতে নারাজ রোগীর পরিবার ও স্থানীয়রা। তাঁরা প্রশ্ন তোলেন, যদি ঘটনাটি হাসপাতালের ভিতরের না হয়, তবে বাইরে থেকে কিভাবে এই ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটাতে পুলিশ ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আলাদা করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রোগীর আত্মীয়দের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা। উপযুক্ত তদন্ত দাবি করেছেন তাঁরা। গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে কর্তৃপক্ষের বক্তব্য মৃত শিশু প্রসব হলেও তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই কারণে গাফিলতির প্রশ্নই আসে না। কেউ যদি দেহ নিতে অস্বিকার করে তাহলে  সেই দেহ মর্গের ফ্রিজারে রাখা হয়। আমরা অভিযোগ পেয়ে পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করার কথা বলেছি। 

Comments :0

Login to leave a comment