Patriotism Day

ধর্মতলা থেকে শোভাযাত্রা, আজ রাজ্যজুড়ে দেশপ্রেম দিবস

রাজ্য কলকাতা

শুক্রবার নেতাজী সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবসে বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যজুড়ে ‘দেশপ্রেম দিবস’ উদ্‌যাপন করা হবে। জেলায় জেলায় নানা অনুষ্ঠানের পাশাপাশি কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজী মূর্তিতে মাল্যদান করা হবে কেন্দ্রীয় নেতাজী জয়ন্তী কমিটির পক্ষ থেকে। এই উপলক্ষে ধর্মতলা থেকে বেলা ১১টায় সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছবে।
বামফ্রন্টের পক্ষ থেকে নেতাজী জন্মদিবস থেকে গান্ধী-হত্যার দিন ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ২৬ জানুয়ারি সোমবার ৭৭তম সাধারণতন্ত্র দিবসে রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন ও সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্যে দিয়ে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করা হবে। গান্ধীজীকে হত্যার দিন ৩০ জানুয়ারি রাজ্যজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি দিবস পালন করা হবে। ওইদিন সকাল সাড়ে দশটায় কলকাতায় বেলেঘাটায় গান্ধী ভবনে গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।

Comments :0

Login to leave a comment