সোমনাথ দত্ত: মালবাজার
ডুয়ার্সের চা শিল্পে আবারও ঘনালো কালো মেঘ। সাসপেনশন অফ ওয়ার্ক-এর নোটিশ ঝুলিয়ে চা বাগান ছাড়লো কর্তৃপক্ষ। মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের ঘটনা।
শুক্রবার বাগানে স্বাভাবিক কাজকর্ম জারি ছিল। বাগানের শ্রমিক কর্মচারীরা স্বাভাবিকভাবেই কাজকর্ম করেছিলেন। শনিবার বাগানে শ্রমিকদের মধ্যে এক পাক্ষিক মজুরি প্রদানের কথা ছিলো। তার আগেই
শুক্রবার রাতে হঠাৎই বাগানের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে রাজা চা বাগান ছাড়েন বাগান কর্তৃপক্ষ। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় শ্রমিক মহলে। শহর লাগোয়া চা বাগানে সাতশোর বেশি শ্রমিক কর্মচারী বাগানে কর্মরত।
বাগানের গেটে কর্তৃপক্ষের তরফে সাস্পেনশন অফ ওয়ার্কের নোটিশে লেখা রয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই লোকসানের মধ্যে চলছে বাগান। এই অবস্থায় কর্তৃপক্ষ সাস্পেনশান অফ ওয়ার্ক জারি করেছে।
বিষয়টি বাগান কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল ট্রেড ইউনিয়ন নেতাদের। গত ২১ জানুয়ারি শিলিগুড়িতে একটি বৈঠকে তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনাও হয়েছিল ম্যানেজারের। শ্রমিকদের তরফে দাবি করা হয়েছে, রাজা বাগানের বেশ বড় অংশের জমিতে পুরনো চা গাছ তোলা হলেও নতুন করে সেখানে চা গাছ রোপন করা হয়নি। পাশাপাশি বাগানে শ্রমিক-কর্মচারী ও বাগান কর্তৃপক্ষের মধ্যে কোনরকম অসন্তোষও ছিল না। শনিবার মজুরি প্রদানের কথা থাকলেও তার আগেই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার।
প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা বাবলু মাঝি জানিয়েছেন, টি ও ট্রাইবাল ফেস্টিভ্যাল উদযাপনের মধ্য দিয়ে ডুয়ার্সের চা বাগান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বোঝানোর চেষ্টাকরা হচ্ছে। কিন্তু অপরদিকে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে চলে যাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কনভেনার অর্জুন ছেত্রী জানিয়েছেন, বাগানে কোন শ্রমিক অসন্তোষ ছিল না। বাগান কর্তৃপক্ষ এককভাবে সাস্পেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়লেন। এটা কখনোই কাম্য নয়। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এহেন ঘটনা অনভিপ্রেত।
ডুয়ার্সের বুকে আবারও চা বাগান বন্ধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে চা বাগান এলাকায় যখন 'টি- ট্রাইবাল ফেস্টিভাল' করা হচ্ছে রাজ্য সরকারের তরফে আর ঠিক তারপরই চা বাগান বন্ধ করে চলে যাচ্ছেন বাগান কর্তৃপক্ষ। এতেই চা বাগানের রুগ্ন ও দুর্বিসহ চিত্র ফুটে উঠছে। এলাকার চা বাগান মজনুর ইউনিয়নের নেতা পবন প্রধান বলেন, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার চা বাগানের প্রতি কতটা উদাসীন তা বাগান বন্ধের ঘটনা প্রমাণ করে। ডুয়ার্স এলাকার বাগড়াকোট সহ বহু চা বাগান বন্ধ রয়েছে। নবতম সংযোজন রাজা চা বাগান। বাগান বন্ধের ঘটনায় বাগান কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।
Raja Tea Garden
ডুয়ার্সে ফের বন্ধ চা বাগান, কাজ হারালেন সাত শতাধিক শ্রমিক
×
Comments :0