RUBIO ASTRONAUT

মহাকাশে ৩৭১ দিন কাটিয়ে ফিরলেন রুবিও

আন্তর্জাতিক

ফিরে শুভেচ্ছা রুবিও।

মহাকাশে ৩৭১ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ফ্র্যাঙ্ক রুবিও। আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘নাসা’ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠিয়েছিল রুবিওকে। ‘নাসা’ জানিয়েছে টানা এতদিন কোনও মহাকাশচারী মহাকাশে থাকেননি। 

গত বছরের ২১ সেপ্টেম্বর মহাকাশে গিয়েছিলেন রুবিও। ফিরেছেন সয়ুজ এমএস-২৩ ক্যাপসুলে। তিনি জানিয়েছেন মহাকাশে দীর্ঘ সময় থাকার জন্য শারীরিক এবং মানসিক দুই প্রস্তুতিই গুরুত্বপূর্ণ। 

সাতচল্লিশ বছরের রুবিওকে পৃথিবীতে ফিরিয়ে এনেছে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র ‘রসকসমস’-র অবতরণ ক্যাপসুল। সঙ্গী আর দুই মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং সের্গেই পেতেলিনের সঙ্গে ফেরেন রুবিও। মাটি ছোঁওয়ার পর তাঁর প্রথম মন্তব্য, ‘‘ঘরে ফিরে আসা সবসময়ই ভালো।’’ 

রুবিওর জন্ম লস এঞ্জেলসে, তাঁর মা থাকেন এল সালভাদরেই। লাতিন বংশোদ্ভূত মার্কিন বা হিস্পানিকদের মধ্যে তিনিই প্রথম এত বড় মাপের মাহাকাশ অভিযান করলেন। তিনি নিজেই বলেছেন, ‘‘হিস্পানিক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমেরিকার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বরাবরের মতো লাতিন বংশোদ্ভূতদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’’   

Comments :0

Login to leave a comment