coromandel express accident

দুর্ঘটনার কারণ মিলেছে, দাবি রেল মন্ত্রীর

জাতীয়

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় কারণ খুঁজে পাওয়ার দাবি জানালেন রে লমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, তদন্তের পুরোটাই গুটিয়ে নেওয়া গিয়েছে। 

রেলের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে সিগলাইন ব্যবস্থার ত্রুটি চিহ্নিত হয়। বলা হয়, করমন্ডল এক্সপ্রেসকে বাহানগা স্টেশনের সামনে লুপ লাইনে ঢোকার সঙ্কেত দেওয়া হয়। তারপরই তুলে নেওয়া হয় সঙ্কেত। ততক্ষণে ট্রেন মুখোমুখি হয়ে যায় ওই লাইনে থাকা মালগাড়ির। সংঘর্ষে পাশের লাইনে ছিটকে পড়ে পরপর কামরা। উল্টোদিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস এসে পড়ে উলটে থাকা কামরার ওপর। 

রেলের হিসেবে নিহত ২৮৮, আহত ১ হাজার। তবে নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা প্রবল। কুড়ি বছরে এত প্রাণঘাতী দুর্ঘটনার মুখে পড়েনি রেল। 

শুক্রবার রাতের এই ঘটনার তদন্ত দু'দিনেরও কম সময়ে গুটিয়ে দেওয়ার দাবি রেল মন্ত্রীর। তাঁর দাবি, রবিবারের মধ্যে লাইন সারানো, ভেঙে পড়া কামরা সরানো হয়ে যাবে। বুধবার থেকে পুরোদমে চলবে ট্রেন। 

রেলের শূন্যপদ, বাড়তি কাজের চাপ, যাত্রী সুরক্ষায় বরাদ্দ ঘোষণা করলেও খরচ না করার মতো একাধিক কারণ চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞ মহলে।

Comments :0

Login to leave a comment