NATUNPATA : GK : ALASKA : TAPAN KUMAR BIRAGAYA : 27 SEPTEMBER 2024, FRIDAY

নতুনপাতা : জানা অজানা : আলাস্কার ক্যারিবু : তপন কুমার বৈরাগ্য : ২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  ALASKA  TAPAN KUMAR BIRAGAYA  27 SEPTEMBER 2024 FRIDAY

নতুনপাতা : জানা অজানা

আলাস্কার ক্যারিবু
তপন কুমার বৈরাগ্য

আলাস্কা মার্কিণ যুক্তরাষ্ট্রের একটা রাজ্য।যে রাজ্যে খুবই
ঠান্ডা।সারাবছরই বরফে ঢেকে থাকে।এখানে প্রচুর
হিমবাহ দেখা যায়। এখানে এক অদ্ভূত প্রাণী বাস করে।
যাকে দেখতে প্রায় বল্গা হরিণের মতন। তবে এর একটা
আলাদা নাম আছে ।যাকে বলা হয় ক্যারিবু। লম্বা শিং থাকে।
শিংগুলো দেখতে গাছের ডালপালার মতন। স্ত্রী পুরুষ
দুজনেরই শিং আছে।স্ত্রী ক্যারিবুর শিং তুলনামূলকভাবে
একটু ছোটো।এদের গায়ের রঙ অতিবেগুনি ।সত্যিই
এই ধরনের রঙের প্রাণী পৃথিবীতে দুর্লভ।দেহটা দেখতে
অনেকটা গরুর বাছুরের মতন।পরিণত বয়সে এদের
ওজন হয় ১০০কিলোগ্রাম থেকে দেড়শো কিলোগ্রাম।
দৈর্ঘে একশো পঁচাত্তর সেমি থেকে দুশো ত্রিশ সেমি হয়।
এরা লাইকেন জাতিয় শৈবাল উদ্ভিদ খায়।যেগুলো আলাস্কায়
প্রচুর পরিমাণে জন্মায়।এরা বরফের উপর দিয়ে স্লেজ গাড়ি
টেনে নিয়ে যেতে  খুব পটু।এক একটা স্লেজ গাড়িতে দুজন
করে মানুষকে এরা টেনে নিয়ে যেতে পারে। এদের নভেম্বর
মাসে সন্তান হয়। একবছর মায়ের দুগ্ধ খেয়ে এরা বড় হয়।
তারপর এরা লাইকেন জাতিয় উদ্ভিদ খায়। একটা দলে
ত্রিশ থেকে বত্রিশটা  ক্যারিবু থাকে।
এরা অত্যন্ত নিরীহ প্রাণী। এরা ত্রিশ পঁয়ত্রিশ বছর বাঁচে।
শুনলে অবাক হতে হয় গত পঞ্চাশ বছরে এদের সংখ্যা প্রায়
শতকরা বিরানব্বই ভাগ হ্রাস পেয়েছে। এর কারণ
আলাস্কা প্রচুর খনিজ সম্পদে পরিপূর্ণ।এই খনিজ
সম্পদ সংগ্রহের সময় এদের মাংস খাবার হিসাবে প্রচুর
শ্রমিক ব্যবহার করে।বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবীর
তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য এদের মৃত্যু ঘটছে।
পৃথিবী থেকে অনেক প্রাণী পশু পাখি হারিয়েছি আমাদের
অদূরদর্শিতার জন্য।আমরা যদি সজাগ না হই তবে
অচিরেই হারাবো নীল প্রাণী ক্যারিবুকে।

Comments :0

Login to leave a comment