Trap Cammera Bandwan Purulia

বান্দোয়ানে ট্র্যাপ ক্যামেরায় জোড়া নেকড়ে ও ময়ূরের ছবি

জেলা

Trap Cammera Bandwan Purulia


জঙ্গলের মধ্যে বন দপ্তরের লাগানো ট্র্যাপ ক্যামেরায় এবার জোড়া নেকড়ের ছবি। সাথে পাওয়া গেল একটি ময়ূরের ছবিও। সম্প্রতি বান্দোয়ান এক বনাঞ্চলের রাইকা পাহাড়ের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে এই নেকড়ে এবং ময়ূরের ছবি। এর আগে জেলায় আর কোন জঙ্গলে বিলুপ্তপ্রায় প্রাণী নেকড়ের  অস্তিত্ব পাওয়া যায়নি বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। ওই নেকড়ে দুটির একটি পুরুষ এবং একটি মহিলা। এর আগে জেলার অন্য প্রান্তে জঙ্গলে লাগানো বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল হাতি, হায়না, সজারু প্রভৃতি বন্যপ্রাণীর ছবি। এবার এই তালিকায় যুক্ত হল নেকড়ে।


পুরুলিয়ার বান্দোয়ান ১ বনাঞ্চলের মধ্যে রয়েছে রাইকা পাহাড়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই হাজার হেক্টর এলাকা জুড়ে জঙ্গল রয়েছে। পাশাপাশি রয়েছে রাইকা পাহাড়ের জঙ্গল এবং ঝাড়খন্ডের দলমা রেঞ্জের পাহাড়ের জঙ্গল। কয়েক মাস আগে বান্দোয়ানের রাহামদা গ্রামে একের পর এক ছাগল নিখোঁজের ঘটনা ঘটেছিল। কয়েকটি ছাগলের দেহাবশেষও পাওয়া যায়। তখনই বনদপ্তরের সন্দেহ হয়েছিল যে হয়তো জঙ্গলে নেকড়ের মত কোন হিংস্র প্রাণী রয়েছে। শিকারের ধরন দেখে তাদের এ ধারণা‌‌। এরপর রাইকা পাহাড় সংলগ্ন বান্দোয়ানের ১ বনাঞ্চলের বান্দোয়ান বিট ও পারগোড়া বিট এলাকায় চারটে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সেই ক্যামেরায়  দেখা গিয়েছে দুটি নেকড়ে এক সঙ্গে যাচ্ছে। লুপ্তপ্রায় প্রাণীর তালিকায় থাকা এমন প্রাণীর ছবি ধরা পড়ায় খুশি বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড় এলাকায় নেকড়ের মতো হিংস্র বন্য প্রাণের অস্তিত্ব থাকলেও জঙ্গলের পরিমাণ কম হওয়াতে এখন আর তাদের দেখা যায় না। 

Comments :0

Login to leave a comment