QUZEE — AML KAR — NATUNPATA | 18 APRIL 2024 ANS.

বলতে পারো — অমল কর — নতুনপাতা | সমাধান ১৮ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

QUZEE  AML KAR  NATUNPATA  18 APRIL 2024 ANS

বলতে পারো  

অমল কর  

নতুনপাতা  

সমাধান ১৮ এপ্রিল ২০২৪

জিজ্ঞাসা

১) ক্রিকেটার শচীন তেন্ডুলকর-এর  তিনফরম্যাটে উইকেট প্রাপ্তির পরিসংখ্যান দাও।
২) টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় একমাত্র কোন্ ক্রিকেটার ১০০০ রান ১০০ উইকেট ও ১০০ টি ক্যাচ ধরে রেকর্ড করেন?
৩) কে কোন্ সালে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
৪)কাকে বলা হয় বাংলার মপাসাঁ? তাঁর কয়েকটি গল্পের নাম বলো।
৫) বিশ্বের ৬ হাজার কিমি লম্বা নদী কোনগুলো?
৬) ভারতে  ভোটারদের আঙুলে যে ভোটের কালি লাগানো হয়, সে কালি সম্বন্ধে কি জানো?

সমাধান

১) ক্রিকেটার শচীন তেন্ডুলকর টি-২০  ক্রিকেটে ১টি, ওডিআই ক্রিকেটে ১৫৪ টি এবং টেস্ট ক্রিকেটে ৪৬ টি উইকেট পান।
২) টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় একমাত্র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ১০০০ রান ১০০ উইকেট ও ১০০ ক্যাচ ধরে রেকর্ড করেন।
৩) ১৬৭৪ সালে 'ছত্রপতি' উপাধি নিয়ে শিবাজি রাজে ভোঁসলে মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন(রাজধানী রায়গড়)।
৪) রবীন্দ্রজীবনীকার প্রখ্যাত ছোটগল্পকার ও ঔপন্যাসিক প্রভাত মুখোপাধ্যায়কে
অসাধারণ ছোটোগল্পকারের স্বীকৃতিস্বরূপ 'বাংলার মপাসাঁ' বলা হয়। তাঁর বিখ্যাত ৫ টি গল্প: দেবী, অঙ্গহীনা,পূজার চিঠি, একালের ছেলে,হিমানী।
৫) বিশ্বে ৬ হাজার কিলোমিটার দীর্ঘ নদী হল আফ্রিকার নীল নদ (৬,৬৭০কিমি), দক্ষিণ আমেরিকার আমাজন নদী (৬,৪৪০কিমি),চিনের ইয়াং-সিকিয়াং নদী
(৬,৩০০কিমি) এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি -মিসৌরি নদী (৬,০২০ কিমি)।
৬) ১৯৬২ সালে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন একমাত্র মাইসুর পেইন্ট  অ্যান্ড বার্নিশ লিঃ নির্মিত ( মহীশূরের মহারাজা নালভাদি কৃষ্ণরাজা ওয়াদিয়ার প্রতিষ্ঠিত) এই Indelible Ink ব্যবহার করেন।আজ অবধি চলছে এই কালির ব্যবহার। ১০ মিলিগ্ৰামের ১ টি ভায়ালে ( দাম ২০০ টাকা) ৭০০ জন ভোটারের আঙুলে কালি দেওয়া যায়। এবার লোকসভা নির্বাচনে প্রায় ১০০ কোটি ভোটারকে কালি দিতে খরচ ৫৫ কোটি টাকা।এই কালি নেপাল আফগানিস্তান পাকিস্তান তুরস্ক কানাডা ও দক্ষিণ আফ্রিকা 
নির্বাচনে ব্যবহার করে।

Comments :0

Login to leave a comment