SPAIN ELECTION

স্পেনে গরিষ্ঠতা নেই কারও, লড়াই টিকিয়ে রাখলেন স্যানচেজ

আন্তর্জাতিক

সোশাল মিডিয়ায় স্যানচেজের ছবি পোস্ট করছেন তাঁর সমর্থকরা।

মে’র নির্বাচনের তুলনায় ভালো ফল করল স্প্যানিশ সোসালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই)। দক্ষিণপন্থী রক্ষণশীল পার্তিদো পপুলার (পিপি) আসন বাড়ালেও সরকার গড়ার মতো গরিষ্ঠতা পেল না। স্পেনের সংবাদমাধ্যম জানাচ্ছে যে মাদ্রিদে পিএসওই’র প্রধান দপ্তরে প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজকে কার্যত সম্বর্ধনা দিয়েছেন সমর্থকরা। স্লোগান তুলেছে, ‘নো পাসারান’, রক্ষণশীল দক্ষিণপন্থী অতি দক্ষিণপন্থীদের রাস্তা ছাড়া যাবে না। 

রবিবার হয়েছিল স্পেনের নির্বাচন। সোমবার ফলাফল মিলতে থাকে। পিপি বেশি আসনই পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে একটি হিসেব জানাচ্ছে যে পিওইএস ভোট শতাংশে এগিয়ে। স্যানচেজের দল পেয়েছে ৩২.৬ শতাংশ সমর্থন। পিপি পেয়েছে ৩১.৬ শতাংশ নির্বাচন। গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ছোট দলগুলির ভূমিকা। 

উগ্র দক্ষিণপন্থী ‘ভক্স’ সমর্থন করতে রাজি পিপি সরকারকে। এই দল পেয়েছে প্রায় ১২ শতাংশ ভোট। আবার বামপন্থী এবং কমিউনিস্ট ছোট ছোট বিভিন্ন অংশ এবার ‘সুমের’ জোট করে ভোট লড়েছিল। তারাও পেয়েছে ১২ শতাংশের বেশি ভোট। এই সুমের সমর্থন করতে পারে স্যানচেজকে। প্রধানমন্ত্রী সমর্থন চাইতে পারেন, ফের, ক্যাটালোনিয়ার স্বাতন্ত্র্যের দাবি জানানো দলগুলির কাছে।

গত মে’তে প্রাদেশিক নির্বাচন হয়। স্যানচেজ পিছিয়ে পড়েছিলেন। বেশিরভাগ ভোট সমীক্ষায় তাঁর পরাজয়কে নিশ্চিত বলা হয়েছিল। ইউরোপের আরেকটি দেশে সরকার গড়ছে অতি দক্ষিণপন্থীরা। সেই অনুমান পুরোপুরি মেলেনি। প্রতিপক্ষ পিপি’র আসন বাড়লেও লড়াইয়ে আছেন স্যানচেজ। বস্তুত মে’র তুলনায় সমর্থন বেড়েছে তাঁর। 

২০১৮’তে প্রধানমন্ত্রী হন স্যানচেজ। তখনও সংখ্যালঘু সরকারেরই প্রধান হয়েছিলেন তিনি। সমর্থন পেয়েছিলেন বামপন্থী ইউনিদাস পোদেমসের থেকে। ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছে জনতার রায়ে। আগামী কয়েকদিনে স্পষ্ট হবে সরকারে স্যানচেজ থাকবেন কিনা। 

Comments :0

Login to leave a comment