DENGUE DELHI

ডেঙ্গু সামলাতে ড্রোন কিনছে দিল্লি

জাতীয়

মশার বাড়বৃদ্ধি নজরে রাখতে ড্রোন কিনছে দিল্লি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি মশার লার্ভা কোথায় জন্মাচ্ছে তার নজরদারিতে বেশি গুরুত্ব দিতে চাইছে রাজধানী শহরের পৌর প্রশাসন। ড্রোন কেনার জন্য ছাড়া হচ্ছে টেন্ডার। 

২৮ জুলাই পর্যন্ত দিল্লিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪৩। দিল্লি কর্পোরেশন এর মধ্যেই জানিয়েছে যে পুরো প্রক্রিয়া মিটতে দেড় মাস সময় লাগবে। 

প্রশ্ন উঠছে, মাঝের দেড় মাস কী হবে? কারণ জুলাই আগস্টেই দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বাড়ে। 

কর্পোরেশনের পরিকল্পনা হলো, ড্রোন থেকেই বিভিন্ন নালা এবং জমা জলে ছড়ানো হবে মশার লার্ভানাশক রাসায়নিক। লোক সমাগম হয় এমন এলাকায় ড্রোন ব্যবহার করা হবে। 

দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপম কনভেনশন কমপ্লেক্সে বসবে জি-২০ শীর্ষ বৈঠক। সব স্তরেই তা নিয়ে তোড়জোড় চলছে। ডেঙ্গু বেড়ে চলায় শীর্ষ বৈঠকের আয়োজন ঘিরে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে প্রশাসনিক স্তরে। 

কর্পোরেশন চাইছে লাগাতার যান্ত্রিক নজরদারি। জমা জল এবং ডেঙ্গুর মশা জন্মানোর অবস্থা কোথায় রয়েছে তা হিসেবে রাখা। উঁচু বাড়ির ছাদে বা বারান্দায় জমা জলের নজরদারিও চালানো যাবে বলে মত প্রশাসনিক মহলের। 

 

Comments :0

Login to leave a comment