Dhupguri By Election

ধূপগুড়ির সিপিআই(এম) প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া

রাজ্য জেলা

Dhupguri By Election

সঞ্জিত দে- ধূপগুড়ি


আর মাত্র কয়েকটি দিন বাকি ধূপগুড়ি বিধান সভা উপনির্বাচনের। কেন্দ্র রাজ্য দুই শাসক দল ইতিমধ্যে ঘোষণা করেছে প্রায় ৮০ জন বক্তার নাম। বক্তাদের মধ্যে মন্ত্রী, সাংসদ, বিধায়ক ছাড়াও রয়েছেন সিনেমার নায়ক নায়িকাদের নাম। অনেক মন্ত্রী কেন্দ্র রাজ্য থেকে চলে এসেছেন। বিপুল খরচের বহর দেখছেন ধূপগুড়ির বিভিন্ন গ্রাম শহরের মানুষ।  নিরাপত্তার জন্য ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কয়েক দিন ধরে শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামের এবং চা বাগানের  স্কুল বাড়িতে শিবির করে আছেন। শুরু হয়েছে তাদের রুট মার্চ। আরও এক কোম্পানি আসছে। ধূপগুড়ি ব্লকের ৯টি বানারহাট ব্লকের ৩ টি গ্রামপঞ্চায়েত এলাকার ২৬৮টি বুথের ২ লক্ষ ৬৮ হাজার ভোটার। সাধারণ বলতে শুরু করেছেন পঞ্চায়েত ভোটের সময় এই নিরাপত্তা থাকলে ফলাফল অন্যরকম হোত। এত মানুষের মৃত্যু হোতনা। তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন নির্বাচনী প্রচারে এত মন্ত্রী নায়ক নায়িকা দেখে তাদের কথা শুনে আমাদের কি অবস্থার পরিবর্তন হবে?  

এই রকম আবহে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় এবং স্থানীয় ও জেলা নেতৃত্ব  ছোট সভা বাড়ি বাড়ি প্রচার করছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১ প্রর্যন্ত প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচার করলেন  ধূপগুড়ি কৃষি নিয়ন্ত্রিত বাজারে। লাল ঝান্ডা কাঁধে জনা চল্লিশ মানুষ ঈশ্বর রায়ের হাতে দোতরা এবং গলায় গান।  লক্ষাধিক মানুষের সমাগম এই বাজারে। প্রায় সকলেই গ্রামের কৃষিজিবী মানুষ। এদিন সকালে হাটের মাঝে দাঁড়িয়ে গান ধরলেন সিপিআই(এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়। সেই সঙ্গে কিছু বক্তব্যও রাখেন তিনি। কৃষক সভার আরেক কর্মী আবেদার হোসেন তিনিও ভাওয়াইয়া গান গেয়ে ভোটের প্রচার করলেন। ছিলেন কৃষক সভার জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল  জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার। কৃষক সভার সদস্য পার্টির দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক রাজকুমার রায় সদর এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার কৃষক সভার থানা সম্পাদক মহবুব আলম সফিউল ইসলাম সহ অনান্য নেতৃত্ব। কৃষক নেতা প্রাণগোপাল ভাওয়াল বলেন, আমাদের প্রার্থী গ্রামের মানুষ মাটির মানুষ একজন শিল্পী মানুষ। তাই গ্রামের মানুষের কাছে গিয়ে গান দিয়েই প্রচার করা হয়। প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমরা আর কেউ বক্তব্য রাখিনি। 

 

Comments :0

Login to leave a comment