Earthquake

বাংলাদেশে ভূমিকম্প, কাঁপল উত্তর ও দক্ষিণবঙ্গ

জাতীয় রাজ্য আন্তর্জাতিক

 

বাংলাদেশর রাজধানী ঢাকা সড় সেদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫. ৬। স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৫.৫।
বাংলাদেশের পাশাপাশি এদিন সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সংলগ্ন এলাকা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারেও কম্পন অনুভূত হয়েছে।
হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার সকাল ৮.২৫ মিনিট নাগাদ লাদাখেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৪।  
বাংলাদেশের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে। ঢাকা থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণে। গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।
ঢাকা সহ ভমিকম্প অনুভূত হয়েছে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায়। এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়। এই ভূমিকম্পের জেরে কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment