NATUNPATA : MONDA MITHI : BHAGAT SINGH : SOURAV DUTTA : 28 SEPTEMBER 2024, SATURDAY

নতুনপাতা : মণ্ডা মিঠাই : বীর ভগৎ সিং চিন্তনে-মননে : সৌরভ দত্ত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  MONDA MITHI  BHAGAT SINGH  SOURAV DUTTA  28 SEPTEMBER 2024 SATURDAY

নতুনপাতা : মণ্ডা মিঠাই

বীর ভগৎ সিং চিন্তনে-মননে

সৌরভ দত্ত


স্বাধীনতা আন্দোলনের আগুন ধিকিধিকি জ্বলছে।আর একজন ফাঁসির মঞ্চে গেয়ে চলেছেন জীবনের জয়গান।তিনি মহান বিপ্লবী ভগৎ সিং। ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’--এই একটা স্লোগান ঔপনিবেশিক ভারতে সে সময় ব্রিটিশ বিরোধীতার মূলমন্ত্র হয়ে উঠেছিল। এখনকার অস্থির কাল বেলায় প্রতিটি শিক্ষার্থীদের ভগৎ সিং এর জীবনী চর্চা করা উচিত।যিনি ছিলেন অগ্নিযুগের এক অবিসংবাদী বিপ্লবী যোদ্ধা।জন্ম ২৮ 
শে সেপ্টেম্বর ১৯০৭।এক কৃষক শিখ জাট পরিবারে। পারিবারিক সূত্রে ছেলেবেলা থেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লববাদের প্রতি আকৃষ্ট হন।লাহোরে খালসা হাইস্কুলে পড়াশোনা করেন। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তিনি খুঁজতে চেয়েছিলেন মুক্তির পথ।ভগৎ-এর বাবা ও কাকা হরদয়াল সিং প্রতিষ্ঠিত গদর পার্টির সাথে যুক্ত ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে গান্ধীজীর অহিংসা অসহযোগ আন্দোলনে যুক্ত হয়ে তিনি সরকারি স্কুল বই ও  বিলিতি ইউনিফর্ম পুড়িয়ে ফেলেন।এতটাই প্রগতিশীল ও বিপ্লবী চেতনা সম্পন্ন ছিলেন ভগৎ সিং।এরপর গান্ধীজী‌ চৌরিচৌরার হিংসাত্মক ঘটনায় মর্মাহত হয়ে আন্দোলন প্রত্যাহার করলে ভগৎ সিং সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন। সংস্কৃত ছাড়াও তিনি চারটি ভাষায় কথা বলতে পারতেন।সাহিত্যের প্রতি ছিল প্রবল অনুরাগ।তাঁর পছন্দের কবি ছিলেন আল্লামা ইকবাল। টলস্টয় ,বাকুনিন প্রমুখের লেখা মার্কসবাদী সাহিত্যের প্রতি প্রভাবিত হন। শিখ পরিবারে জন্ম গ্রহণ করলেও পরবর্তীকালে তিনি নিজেকে নাস্তিক বলে ঘোষণা করেন। প্রবল যুক্তিবাদী ভগৎ সিং কোনরকম ধর্মীয় সংস্কার মানতেন।একসময় তিনি ‘নওজাওয়ান ভারত সভা’--এর সদস্য হন।‘হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ’--এর যুব সহকর্মীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। চন্দ্রশেখর আজাদ,রামপ্রসাদ বিসমিল,আসফাক উল্লা খান এর মতো বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে আসেন।সমাজ বদলের এই নেশা ভগৎ সিং-কে মৃত্যুর দিকে ধাবিত করে। বিপ্লবী লালা রাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি সুখদেব ও রাজগুরুর সাথে মিলিত ভাবে পুলিশ সুপার সন্ডার্সকে হত্যা করেন। লাহোর ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে মাত্র ২৩ বছর বয়সে এই মহান ক্রান্তিকারি বিপ্লবীর ফাঁসি হয়। বন্দী থাকাকালীন জেলখানার কারাগারে বসে একটি ডায়েরি লিখেছিলেন ।চমনলালের ভূমিকা সমৃদ্ধ “ভগৎ সিং: এ জেল নোটবুক অ্যান্ড আদার রাইটিং” বইটি আজও বহু পঠিত। বিপ্লবের ঐতিহাসিক দলিল।ভগৎ সিং এর মৃত্যু হলেও তাঁর বিপ্লবী আদর্শের মৃত্যু নেই।জন্মের শতবর্ষ পরেও তিনি অমর।তাঁর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য লিজেন্ড অফ ভগৎ সিং’ নামক চলচ্চিত্র।
            “তারা আমাকে হত্যা করতে পারে, 
      কিন্তু আমার ধারণাকে হত্যা করতে পারে না।”
                                         (--ভগৎ সিং)

Comments :0

Login to leave a comment