CASH for JOB

টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র, গ্রেপ্তার ১

জেলা

CASH for JOB অভিযুক্তকে তোলা হচ্ছে আদালতে। ছবি: আলেক শেখ

অর্থের বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। 

মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

কালনা থানা এলাকার প্রদীপ্ত সেন গত ২০২২ সালের ৪ জুলাই কালনা থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করেন। সেই অভিযোগে তিনি বলেন হুগলী জেলার ময়নাডাঙ্গা এলাকার তিলক দে নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। স্বাস্থ্য দপ্তরে ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করে দেওয়ার নামে তার থেকে ছয় লক্ষ টাকা নেন। বিনিময়ে তাঁকে একটি ভুয়ো নিয়োগপত্র ধরিয়ে দেন। 

কালনা থানার পুলিশ তদন্ত চালাচ্ছিল। সোমবার হুগলীর চন্দননগর থেকে তিলক দেকে গ্রেপ্তার করে। 

Comments :0

Login to leave a comment